1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৫ পূর্বাহ্ন

রাজধানীতে বেড়েছে সবজির দাম কমেছে মুরগির

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০১৪
  • ৮২ Time View

রাজধানীর বাজারে গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে অধিকাংশ সবজির দাম বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন, শীত মৌসুম শেষ হওয়ায় উৎপাদন কমে গেছে। তাই দাম বাড়তে শুরু করেছে। তবে মুরগির দাম কিছুটা কমেছে।

রাজধানীর কাওরান বাজার ঘুরে জানা যায়, গত সপ্তাহে বেগুনের দাম ছিল কেজি প্রতি ৩০ টাকা। শুক্রবার তা বেড়ে গিয়ে ৪০ টাকা হয়েছে। গত সপ্তাহের যে টমেটোর দাম ছিল ১২ টাকা এখন তা ১৫ টাকা, গাজর ১০ টাকা থেকে ১৫ টাকা, কাঁচা মরিচ ৩০ টাকা থেকে ৪০ টাকা, শিম ১২ টাকা থেকে ১৫ টাকা, ঢেঁড়শ ৫০ টাকা থেকে ৬০ টাকা, পেঁপে আট টাকা থেকে বেড়ে গিয়ে ১০ টাকায় দাঁড়িয়েছে। যে ফুল কপির দাম গত সপ্তাহে ছিল ১৫ টাকা তা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২০ টাকায়। পাতা কপি ১০ টাকা থেকে ১৫ টাকা, করলা ৫০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৬০ টাকা হয়েছে।

দেশি আদা গত সপ্তাহে ছিল ১৩০ টাকা। শুক্রবার তা বিক্রি হচ্ছে ১৫০ টাকা। দেশি রসুন ৪০ টাকা থেকে বেড়ে ৬০ টাকা, চীনা আদা ১৪০ টাকা থেকে ১৮০ টাকা, দেশি পিঁয়াজ ২২ টাকা থেকে ২৫ টাকা। ব্যবসায়ীরা বলছেন, অধিকাংশ সবজির দাম ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। এছাড়া আলুর দাম স্থিতিশীল রয়েছে। বাজারে কেজি প্রতি আলু বিক্রি হচ্ছে আট থেকে ১০ টাকা দরে।

কাওরান বাজারের ব্যবসায়ী ইউসুফ এন্টারপ্রাইজের মালিক মোহাম্মদ ইউসুফ বলেন, শীত মৌসুম শেষ। তাই এখন এ মৌসুমের সবজির উৎপাদন শেষের দিকে। উৎপাদন কম হওয়ায় দাম বাড়ছে। আগামী সপ্তাহে আরো দাম বাড়তে পারে।

ব্যবসায়ী রাসেল হোসেন বলেন, আলু, পেঁয়াজ ও রসুনসহ এ ধরনের পণ্যের দাম কম হওয়ায় অনেক কৃষক বিক্রি করতে চাচ্ছেন না। ফলে আমদানি কম হওয়ায় দাম বাড়ছে।

বাজারে সবজির দাম বৃদ্ধি পেলেও কমছে মুরগির দাম। গত সপ্তাহে পোল্ট্রি মুরগির দাম ছিল ১৬০ টাকা। আর শুক্রবার তা বিক্রি হচ্ছে ১৪৫ টাকা। সোনালী মুরগি পিস প্রতি গত সপ্তাহে বিক্রি হয়েছিল ২৫০ টাকা এখন তা ২০০ টাকা বিক্রি হচ্ছে। একইভাবে লেয়ারের দামও কমেছে কেজি প্রতি ১০ থেকে ১৫ টাকা। লেয়ার এখন বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১৬০ টাকায়।

তবে, বাজার ও পণ্যের মান ভেদে দামের কিছুটা তারতম্য লক্ষ্য করা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ