1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১২:৪৬ পূর্বাহ্ন

ভারত এবং চীনের দক্ষ শ্রমিকদের মুখাপেক্ষি হবেন না: ওবামা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১২
  • ৮০ Time View

যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো দক্ষ শ্রমিকের জন্য যেন আর ভারত এবং চীনের মুখাপেক্ষি না হয় সেই আহবান জানালেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। বিশেষত প্রকৌশল, টেকনোলজি এবং বিজ্ঞান খাতে ভারত এবং চীনের দক্ষ শ্রমিকদের কোম্পানিগুলোতে না নেওয়ার কথাও বলেন ওবামা।

ওবামা বলেন, যুক্তরাষ্ট্রের ছাত্র-ছাত্রীদের এ বিষয়গুলোতে বিশেষজ্ঞ হওয়ার জন্য দরকার হলে প্রয়োজনীয় উপকরণ দেওয়া হবে।

কংগ্রেসের কাছে বাৎসরিক বাজেট পেশ করার পর তিনি আরও বলেন, চাকরিদাতারা আজ সবচেয়ে দক্ষ এবং শিক্ষিত শ্রমিককেই চায়। আমি চাই না তারা সেই দক্ষ শ্রমিক খুঁজে বেরাক ভারত এবং চীনে। আমি চাই ওই শ্রমিকরা এখানেই উৎপাদন হোক।

গত মাসেই প্রেসিডেন্ট ওবামা বলেন, যারা এদেশে চাকরি সুবিধা তৈরি করছে তাদের কিছু নির্দিষ্ট প্রস্তাব দেবে তার ‍প্রশাসন।

ওবামা বলেন, যারা আমাদের সন্তানদের শিক্ষাদান করছেন তাদের ওপরই নির্ভর করছে আমাদের সন্তানরা কতটুকু দক্ষ এবং উপযুক্ত হবে। আমি আশা করব কংগ্রেস স্কুলগুলোকে মানসম্পন্ন শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য প্রয়োজনীয় সহায়তা দেবে। তবে শুধু ভালো শিক্ষক নিয়োগ দিলেই হবে না। ছাত্রদের জন্য যে লোন ব্যবস্থা রয়েছে তার সুদের হার কমাতে হবে। এই জুলাই মাস থেকেই সুদের হার কমানোর জন্য কংগ্রেসের পদক্ষেপ নেওয়া প্রয়োজন। তরুণদের জন্য স্কুল তৈরি করার এটাই উপযুক্ত সময়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ