1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ১২:৩৬ পূর্বাহ্ন

রাজশাহীতে তিন যুবককে এলোপাথাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০১৪
  • ৯২ Time View

রাজশাহীতে তিন যুবককে এলোপাথাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা।

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে গুরতর আহত অবস্থায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন, নগরীর পূর্ব মোল্লাপাড়া এলাকার আতিকুল ইসলাম (১৮), সোহাগ আলী (১৯) ও সাদ্দাম হোসেন (২২)

রামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এসআই উত্তম কুমার এ তথ্য নিশ্চিত করেছেন। চিকিৎসকদের বরাত দিয়ে এসআই উত্তম কুমার বলেন, আহতদের প্রত্যেকের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রে¿র কোপ রয়েছে। জরুরি অস্ত্রোপচার শেষে তাদের হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে নেয়া হয়েছে। তবে আঘাত গুরুতর না হওয়ায় এদের কেউই আশঙ্কাজনক নন।

ঘটনার সত্যতা স্বীকার করে নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম রেজাউল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জের ধরে ওই হামলা হয়ে থাকতে পারে। হামলাকারীদের আটকের চেষ্টা চলছে। এছাড়া এ বিষয়ে আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ