1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০২:১১ পূর্বাহ্ন

প্রবৃদ্ধি বাড়াতে অবকাঠামো উন্নয়নের বিকল্প নেই : গভর্নর

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০১৪
  • ৮১ Time View

অর্থনীতির গতিশীলতা ধরে রাখতে সামনের দিনে আরও প্রবৃদ্ধি বাড়াতে হবে। একই সঙ্গে দেশের কাঙ্খিত প্রবৃদ্ধি অর্জনের জন্য অবকাঠামোগত উন্নয়ন জরুরি বলেও মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের করফারেন্স হলে সহায়তাপুষ্ট ইনভেস্টমেন্ট প্রমোশন অ্যান্ড ফাইন্যান্সিং ফ্যাসিলিটি (আইপিএফএফ) তহবিল থেকে  কুমিল্লা ইপিজেডে নির্মাণাধীন পানি শোধনাগার প্রকল্পে অর্থায়নের জন্য এনসিসি ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে আইপিএফএফ তহবিল থেকে ৮ কোটি ১৭ লাখ ৬০ হাজার টাকার চেক এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুল আমিনের কাছে হস্তান্তর করা হয়।

গভর্নর বলেন, দেশের অবকাঠামো উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের বিশ্বব্যাংক সহায়তাপুষ্ট ইনভেস্টমেন্ট প্রমোশন অ্যান্ড ফাইন্যান্সিং ফ্যাসিলিটি (আইপিএফএফ) তহবিল থেকে বেসরকারি উদ্যোক্তারা স্বল্প সুদে (৪ শতাংশ) ঋণ নিতে পারবে।

তিনি বলেন, বাংলাদেশ অর্থনীতিতে যে স্থিতিশীলতা অর্জন করেছে এটাকে ধরে রাখতে হলে, সামনের দিন গুলোতে আরও প্রবৃদ্ধি বাড়াতে হলে অবকাঠামোগত উন্নয়নে বিনিয়োগ না করে কোন উপায় নেই।

এ জন্য ব্যক্তিখাতে বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে উদ্যোক্তাদের সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন বিবি গভর্নর।

তিনি বলেন, বাংলাদেশে অবকাঠামো খাতে স্বচ্ছ প্রক্রিয়ায় পরিবেশবান্ধবভাবে ব্যয়সাশ্রয়ী আইপিএফএফ অর্থায়ন সুবিধাটির পূর্ণ সদ্ব্যবহারে উদ্যোক্তাদের প্রয়োজনীয় সহায়তা দেয়ায় উদ্যোগী হবার জন্য আমি সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে অনুরোধ করছি।

অনুষ্ঠানে ন্যাশনাল ক্রেডিট এন্ড কমার্স ব্যাংক লিমিটেডের (এনসিসি) ব্যবস্থাপনা পরিচালক নুরুল আমিন বলেন, সররকারি-বেসরকারি অংশীদারির (পিপিপি) আওতায় এনসিসি ব্যাংক দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এর আগে আইপিএফএফ তহবিলের আওতায় দুইটি পকল্পের সঠিকভাবে বাস্তবায়ন করেছি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবুল কাশেম, এস কে সুর চৌধুরি, সিগমা ইঞ্জিনিয়ার্স লিমিটেডের পরিচালক মিজানুর রহমান, আইপিএফএফের পরিচালক নজরুল ইসলাম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ