1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ১০:৩১ অপরাহ্ন

এলজিইডির কর্মকর্তার বিরুদ্ধে মামলার চার্জশিট দাখিলে অনুমদন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০১৪
  • ৯০ Time View

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র কল্যাণ সমবায় সমিতির সাবেক ইনচার্জ মো. আতাউর রহমানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে করা মামলার চার্জশিট দাখিলের অনুমদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার রাজধানীর সেগুন বাগিচায় কমিশনের নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয় বলে নিশ্চিত করেন দুদক সূত্র।

দুদক সূত্র জানায়, চট্টগ্রামের হালিশহরের এল.কে.এস.এস. লিমিডেট এর ম্যানেজার (ইনচার্জ) থাকা অবস্থায় মো. আতাউর রহমান তার ক্যাশ বইতে অর্থ লিপিবদ্ধ না করে সেই অর্থ আত্মসাৎ করে বলে অভিযোগ আসে। পরে দুদকের প্রাথমিক অনুসন্ধান শেষে ১১ লাখ ৮ হাজার ১০৮ টাকা আত্মসাতের অভিযোগটি প্রমাণিত হলে, তার বিরুদ্ধে ২০১২ সালের ২অক্টোবর চট্টগ্রামের পাঁচলাইশ মডেল থানায় মামলা করা হয়।

এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ও দুদকের সমন্বিত জেলা কার্যালয় (সজেকা) চট্টগ্রাম শাখার উপ-পরিচালক মো. মোরশেদ আলমের তদন্ত শেষে আত্মসাৎকৃত টাকার পরিমাণ বেড়ে ১০ লাখ ৮১ হাজার ২৬৫ টাকা আত্মসাৎ করা হয়েছে বলে প্রমাণ পায়।

দুদক সূত্র আরো জানায়, তিনি বিশ্বাস ভঙ্গের মাধ্যমে অর্থ আত্মসাতের বিষয়টি প্রমাণিত হওয়ায় দ-বিধির ৪০৮/৪২০/৪৬৭/৪৬৮/৪৭৩ ধারায় তার বিরুদ্ধে করা মামলার চার্জশিট দাখিলের অনুমদন দিয়েছে কমিশন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ