1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৬ পূর্বাহ্ন

‘দুই বছরেও সাগর-রুনির হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন হয়নি’ তথ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০১৪
  • ৮১ Time View

সাংবাদিক সাগর-রুনির হত্যাকাণ্ডের বিষয়ে দুঃখ প্রকাশ করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, প্রায় দুই বছর হতে চলেছে প্রশাসন হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতে পারেনি। এটা প্রশাসনের একটি ব্যর্থতা। এই ব্যর্থতা গণমাধ্যমের সব সদস্যদের পীড়িত করে। ক্ষেত্র বিশেষে আবার প্রতিবাদমুখর করে তোলে। আমি ক্ষুদ্ধ সংবাদকর্মীদের হৃদয়ের অবস্থানটা উপলদ্ধি করতে পারি। আজ সোমবার বিকেলে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নেতাদের সঙ্গে আলোচনার সময় তথ্যমন্ত্রী এ কথা বলেন। এ সময় তিনি গণমাধ্যমের সহযোগিতা চেয়ে খণ্ডিত তথ্য প্রকাশ থেকে বিরত থাকারও আহ্বান জানান।

তিনি বলেন, সাগর-রুনির হত্যাকাণ্ডে সাংবাদিকদের যে বিক্ষোভ তা ততদিন থাকবে যতদিন রহস্য ভেদ না করা হবে। এ সময় সাংবাদিকদের বিক্ষোভকে যুক্তিযুক্ত বিক্ষোভ উল্লেখ করে তিনি বলেন, প্রশাসন কেন পারছে না তা পরিষ্কার করে না বলায় আপনারা আরো বিক্ষুব্ধ হচ্ছেন। সব ঘটনার রহস্য ভেদ করা যায় তা ঠিক না। তবে কেন রহস্য ভেদ করা যায়নি তার কৈফিয়ত দিতে হয়। তারা কৈফিয়ত দেননি বলে আপনারা আরো বিক্ষুব্ধ। ১১ ফেব্রুয়ারির আগে রহস্য উন্মোচন হবে বলে প্রশাসন মনে করলে, আমি সে প্রসঙ্গে চূড়ান্ত মন্তব্য করতে পারছি না। ব্যাপারটা যাদের এখতিয়ারভুক্ত তারা শুধু চুড়ান্ত কথা বলতে পারেন। আমি শুধু বলতে পারি বিষয়টা উপযুক্ত কর্তৃপক্ষের কাছে তুলে ধরব। আমি আশা করবো যাদের কাছে বিষয়টা রয়েছে আগামী ১০ দিনের মধ্যে তারা একটা বিবৃতি দেবেন। তদন্ত কি পর্যায়ে রয়েছে আমি তার খোঁজ-খবর নেব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ