1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৬ পূর্বাহ্ন

‘ছাত্রলীগ আ.লীগের সহযোগী নয়’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০১৪
  • ৮২ Time View

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত সাধারণ ছাত্র-ছাত্রীদের ব্যানারে জামায়াত-শিবিরের সম্পৃক্ততা আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। সোমবার বিকালে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর  হামলায় ছাত্রলীগের সম্পৃক্ততা থাকলে তাদের বিরুদ্ধে আওয়ামী লীগের পক্ষ থেকে ব্যবস্থা নেয়া হবে কিনা? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন,  ছাত্রলীগ আওয়ামী লীগের সহযোগী নয় ভ্রাতৃপ্রতিম সংগঠন। তাই তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিবে ছাত্রলীগ।তিনি দাবি করেন, ছাত্রলীগ বৃহৎ একটি সংগঠন। তাই এখানে বিভিন্ন সময় বিভন্ন অনুপ্রবেশকারীরা প্রবেশ করে। অতীতে জগ্ননাথ বিশ্ববিদ্যালয়ে ঘটনায় আমরা দেখেছি, সেখানে যারা ছাত্রলীগের ব্যানারে ওই ঘটনা ঘটিয়েছিল পরে তাদের আসল পরিচয় পাওয়া গেছে।

এ সময় তিনি ছাত্রলীগকে এসব অনুপ্রবেশকারীর বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন।যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য অর্থায়নে পরিচালিত সংস্থা ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল (ডিআই) প্রতিবেদনের বরাত দিয়ে আওয়ামী লীগের এই নেতা দাবি করেন, সংস্থাটি তাদের প্রতিবেদনে বলেছে, ৫ জানুয়ারির নির্বাচনে সব দল অংশগ্রহণ করলেও আওয়ামী লীগই জয়ী হত। তারা জানিয়েছে নির্বাচনে ৪২ শতাংশ মানুষ আওয়ামী লীগকে আর ৩৫ শতাংশ মানুষ বিএনপিকে ভোট দিত। আমরা মনে করি, বিএনপির কাছেও সে ধরনের একটি জরিপ ছিল তার জন্য তারা নির্বাচনে অংশগ্রহন করেনি।জরিপের বরাত দিয়ে তিনি আরো দাবি করেন, দেশের মানুষের কাছে এখনো বিএনপি নেত্রী খালেদা জিয়ার চেয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক জনপ্রিয়।
প্রতিবেদন প্রকাশকারী সংস্থাটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য বলেন উল্লেখ করেন তিনি।

বিএনপির সঙ্গে আলোচনা প্রসঙ্গে সাবেক এই মন্ত্রী বলেন, আমরা আশা করেছিলাম তারা আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে তাদের সন্ত্রাসী কর্মকান্ড থেকে সরে আসবে। কিন্তু তারা তা করেনি। আমরা এর আগেও দেখেছি বিএনপি নেত্রী সোহরওয়ার্দী উদ্যানে সন্ত্রাসী কর্মকান্ড বন্ধের ঘোষণা দেবার পরেও তারা বাসে আগুন দিয়ে মানুষ হত্যা করেছে।তিনি বলেন, আমরা বিএনপিকে বলব নিজের ভুল স্বীকার করে ভুল সংশোধনের পথে আসুন। আমরা চাই বিএনপি দেশের শক্তিশালী গণতান্ত্রিক রাজনৈকি দল হিসেবে টিক থাকুক।

সংবাদ সম্মেলনে অন্যানের মধ্যে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের দ্বায়িত্বপ্রাপ্ত দফতর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. আবদুস সোবহান গোলাপ, কেন্দ্রীয় সদস্য সুজিত রায় নন্দী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ