1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৯:২৫ অপরাহ্ন

এনসিএলও পাচ্ছে বিপিএলের টাকার ভাগ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০১২
  • ১০৬ Time View

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)’র টাকার ভাগ পাচ্ছে এনসিএল টি-টোয়েন্টি’র ক্লাবগুলোও। ঢাকা প্রিমিয়ার লিগের ১২ দলকে যে ভাবে দেওয়া হয়েছে তাদেরকেও আলোচনা সাপেক্ষে টাকা দেবে বিসিবি।

৮ ফেব্রুয়ারি বিসিবি’র জরুরী সভায় নীতিগত সিদ্ধান্ত হয়, এনসিএলকেও টাকা দেবে। তবে কত টাকা করে দেওয়া হবে সে বিষয়ে কোন সিদ্ধান্ত হয়নি। বিসিবি পরিচালক গাজী আশরাফ হোসেন লিপু সোমবার  বলেন,‘সভাপতি দেশে ফিরিলেই এনসিএলের ছয় দলের সঙ্গে আলোচনায় বসবো। সেখানেই সিদ্ধান্ত হবে তাদেরকে কত টাকা করে দেওয়া হবে।’

২০১০ সালে প্রথমবারের মতো জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টি প্রতিযোগিতার আয়োজন করে। ঢাকা ডিনামাইটস, সাইক্লোনস অব চিটাগং, রাজশাহী রেঞ্জার্স, কিংস অব খুলনা, বরিশাল ব্লেজার্স এই ছয়টি দলকে বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে বিসিবি। আয়োজনটা সফলও হয়। পরের বছর ২০১১ সালে ওই প্রতিযোগিতা আর হয়নি। এনসিএল’র পরিবর্তে বিসিবি এখন আয়োজন করছে বিপিএল।

বিপিএল আত্মপ্রকাশ করায় দুই কোটি টাকা করে ক্ষতিপুরণ দাবি করেছে এনসিএলের ছয় দলের কর্পোরেট মালিকরা। বিসিবিকে আনুষ্ঠানিক চিঠি দিয়ে আইনি লড়াইয়ে যাওয়ার হুমকিও দিয়ে রেখেছে তারা।

যেভাবে বিপিএলের টাকায় ভাগ বসাচ্ছে বিভিন্ন ক্লাব। এভাবে চলতে থাকলে একদিন হয়তো দেশের জেলা এবং বিভাগীয় ক্লাব কর্মকর্তারাও টাকার ভাগ নিতে বিসিবির বারান্দায় হাজির হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ