1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০১:৪২ পূর্বাহ্ন

বিএনপি জামায়াত জড়িত

Reporter Name
  • Update Time : রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০১৪
  • ১১০ Time View

চট্টগ্রামে উদ্ধার হওয়া ১০ ট্রাক অস্ত্র সরবরাহে বিএনপি-জামায়াত সরাসরি জড়িত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। শুক্রবার বাংলাদেশ সময় রাত ১১টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় জয় এ মন্তব্য করেন। জয়ের ফেসবুক স্ট্যাটাসটি ছিল এ রকম- ২০০৪ সালে বিপুল পরিমাণ অস্ত্র পাচারের মামলায় বিএনপি ও জামায়াতের মন্ত্রীদের সাজা দেওয়া হয়েছে। হাজার হাজার রকেট লঞ্চার, রকেট, গ্রেনেড, মেশিন গান, অ্যাসল্ট রাইফেল ও গোলাবারুদসহ ১০ ট্রাক অস্ত্র একটি সার-কারখানায় আটক করা হয়েছিল, যার মালিকানা ও পরিচালনার ভার ছিল শিল্প মন্ত্রণালয়ের হাতে। তখন শিল্পমন্ত্রী ছিলেন জামায়াতের মতিউর রহমান নিজামী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ গোয়েন্দা সংস্থা ও আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তারা ব্যক্তিগতভাবে এই অস্ত্র খালাসের বিষয়টি তদারক করছিলেন। সে সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন বিএনপির লুৎফুজ্জামান বাবর। উভয় মন্ত্রী এবং তৎকালীন গোয়েন্দাপ্রধানসহ ঘটনার সঙ্গে জড়িত আইন প্রয়োগকারী কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে এবং তাদের সাজা দেওয়া হয়েছে। শুধু আওয়ামী লীগ সরকারের কারণেই এই বিচার সম্ভব হয়েছে। আমাদের আমলে আমরা সন্ত্রাস সম্পূর্ণরূপে নির্মূল করেছি। নয় বছর লেগে গেলেও বাংলাদেশের ইতিহাসের অন্যতম বৃহৎ সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচার আমরা শেষ করতে পেরেছি, অভিযোগ প্রমাণ করতে পেরেছি। অভিযুক্তদের উপযুক্ত সাজাও আদায় করতে পেরেছি। এটা খুবই লজ্জাজনক যে সন্ত্রাসীদের অস্ত্র সরবরাহের সঙ্গে বিএনপি ও জামায়াত সরাসরি যুক্ত রয়েছে। বিস্ময়কর ব্যাপার হলো, বিএনপি-জামায়াত সরকার নিজেই এই বিপুল পরিমাণ অস্ত্র দেশের ভেতর পাচার করছিল। এসব কর্মকাণ্ড কোনো বৈধ রাজনৈতিক দলের কাজ হতে পারে না। এগুলো সন্ত্রাসী সংগঠনের কাজ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ