বলিউড অভিনেত্রী জিয়া খানের মৃত্যুর রহস্য উদ্ঘাটনে এবার মাঠে নামতে পারেন মার্কিন গোয়েন্দা। জিয়ার মা রাবেয়ার আইনজীবী দীনেশ তেওয়ারি জানিয়েছেন, মৃত্যু রহস্যের তদন্তে মার্কিন গোয়েন্দারা এগিয়ে আসবেন বলে আশা করা যাচ্ছে।
জানা গেছে, ব্রিটিশ পাসপোর্টধারী রাবেয়া ভারতে নিযু্ক্ত মার্কিন রাষ্ট্রদূত ন্যান্সি পাওয়েলকে জিয়ার মৃত্যুর তদন্তে এফবিআইয়ের সাহায্য চেয়ে চিঠি লিখেছিলেন। বুধবার রাবেয়া জানান, তার মেয়েকে খুনের সম্ভাবনার কথা মাথায় রেখে যাতে সিবিআই বা বিশেষ দলকে দিয়ে ফের তদন্ত করা হয়, সেজন্য তিনি মুম্বাই হাইকোর্টে যাবেন।
রাবেয়ার আইনজীবী বলেছেন, আমরা মার্কিন নাগরিকদের পরিষেবা ইউনিটের প্রধান রোসমেরি ম্যাকরের সঙ্গে দেখা করেছি। আমাদের বলা হয়েছে, জিয়া খান মৃত্যু রহস্যের কিনারা করতে সম্ভাব্য সব ক্ষেত্রে বিশেষত, ফরেনসিক তদন্তে এফবিআইয়ের সহায়তার প্রস্তাব দিয়ে ভারতীয় কর্তৃপক্ষকে রিমাইন্ডার পাঠাবে কনস্যুলেট।