1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ০১:২২ অপরাহ্ন

ডিইউজে নির্বাচনে আলতাফ-আফ্রাদ প্যানেল বিজয়ী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০১৪
  • ৮৩ Time View

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (একাংশ) দ্বি-বার্ষিক নির্বাচনে আলতাফ-আফ্রাদ প্যানেল বিজয়ী হয়েছে।

এদের মধ্যে আলতাফ মাহমুদ সভাপতি এবং কুদ্দুস আফ্রাদ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকাল ৪টা পর্যন্ত। এবারের নির্বাচনে মোট ভোট পড়েছে ১ হাজার ৬১২টি। এর মধ্যে আলতাফ মাহমুদ ১ হাজার ১০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ওমর ফারুক পেয়েছেন ৫৫৮ ভোট।

এছাড়া ৮২২ ভোট পেয়ে সম্পাদক নির্বাচিত হয়েছেন কুদ্দুস আফ্রাদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাবান মাহমুদ পেয়েছেন ৭৪৬ ভোট।

আর ৮৬৬ ভোট পেয়ে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন আতিকুর রহমান রহমান চৌধুরী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তরুণ তপন চক্রবর্তী পেয়েছেন ৬১৭ ভোট।

এছাড়া এই প্যানেলে আরো যারা বিজয়ী হয়েছেন তারা হলেন, যুগ্ম সম্পাদক গাজী জহিরুল ইসলাম, কোষাধ্যক্ষ শাহানা শিউলি, জনকল্যাণ বিষয়ক সম্পাদক মেহেদী হাসান এবং ক্রীড়া ও সাংস্কৃতি সম্পাদক সলিম উল্লাহ সেলিম।

বৃহস্পতিবার রাতে নির্বাচন কমিশনার হাসান শাহরিয়ার এ ফলাফল ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ