1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ০১:২২ অপরাহ্ন

নিষেধাজ্ঞা সত্ত্বেও শিক্ষার্থীদের দাঁড় করিয়ে মন্ত্রীকে সংবর্ধনা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০১৪
  • ৮০ Time View

জনপ্রতিনিধিদের সংবর্ধনায় শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় না করাতে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অমান্য করে বৃহস্পতিবার বরিশাল বিএম কলেজের ছাত্রীদের শিল্পমন্ত্রীর সংবর্ধনার জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকতে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শিল্পমন্ত্রী আমির হোসেন আমুকে সংবর্ধনা জানাতে বৃহস্পতিবার সকাল থেকে নগরীর বঙ্গবন্ধু উদ্যান (বেলস পার্ক) থেকে সার্কিট হাউজ পর্যন্ত আধা কিলোমিটার রাস্তার পাশে বিএম কলেজের আবাসিক হলগুলোর প্রায় তিন শতাধিক ছাত্রীকে দাঁড় করিয়ে রাখা হয়।

সরেজমিনে ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১০টায় শিল্পমন্ত্রীর বরিশালে এসে পৌঁছার কথা থাকলেও সেখানে তিনি পৌঁছেন বেলা সাড়ে ১১টায়। এর আগে সকাল সাড়ে ৯টা থেকেই বিএম কলেজের আবাসিক হলগুলো থেকে চারটি বাসে করে ছাত্রীদেরকে নিয়ে এসে সড়কের দুই পাশে দাঁড় করিয়ে রাখা হয়।

লাইন থেকে কেউ যাতে চলে যেতে না পারে সেজন্য পাহাড়ায় ছিলেন ছাত্রলীগের নেতাকর্মীরা। সরকারের মন্ত্রী হয়ে বিশেষ হেলিকপ্টারযোগে প্রথমবারের মতো বরিশালে আসেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। সার্কিট হাউজ মিলনায়তনে তাকে বরিশাল মহানগর আওয়ামী লীগের উদ্যোগে সংবর্ধনা প্রদান করা হয়।

সংবর্ধনায় অংশ নেওয়া আবাসিক একাধিক ছাত্রী নাম প্রকাশ না করার শর্তে জানান, কলেজের কর্মপরিষদের নেতারা এসে হোস্টেল থেকে তাদের নামিয়ে দেওয়ার ভয় দেখিয়ে সংবর্ধনা অনুষ্ঠানে আসতে বাধ্য করেছেন।

বিএম কলেজের বনমালী গাঙ্গুলি আবাসিক হোস্টেলের সুপার শাহ শাজেদা জানান, হোস্টেলের ছাত্রীরা কেউ তাকে বলে যায়নি। তবে ছাত্রীদেরকে সংবর্ধনায় যেতে কেউ বাধ্য করেছে কি না তা খতিয়ে না দেখে এখনই কিছু বলা সম্ভব নয়।

এ ব্যাপারে বিএম কলেজের অস্থায়ী ছাত্র কর্ম পরিষদের সহ-সভাপতি মঈন তুষারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, কোন ছাত্রীকে আসতে বাধ্য করা হয়নি। যারা এসেছে তারা সকলেই ছাত্রলীগের কর্মী বলেও তিনি উল্লেখ করেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ