1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৩০ অপরাহ্ন

আমিন-আমিন ধ্বনিতে আখেরি মোনাজাত

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ জানুয়ারি, ২০১৪
  • ১২১ Time View

টঙ্গীর তুরাগ তীরে মুসলিম উম্মাহর দ্বিতীয় বৃহত্তম সম্মেলনবিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত শেষ হয়েছে। দেশ-বিদেশ থেকে লাখো মুসল্লির ‘আমিন-আমিন’ ধ্বনিতে মুখরিত উঠে পুরো ইজতেমা ময়দান।

হেদায়েতি বয়ান ও সার্বিক মঙ্গল কামানায় বেলা সাড়ে ১২টার দিকে আখেরি মোনাজাত শুরু হয়। শেষ হয় দুপুর ১টা ১৬ মিনিটের দিকে।

আখেরি মোনাজাত পরিচালনা করেন ভারতের প্রখ্যাত আলেম ও বিশ্ব তবলিগ জামাতের শীর্ষস্থানীয় মুরব্বি মাওলানা জোবায়েরুল হাসান।

মোনাজাতে অংশ নিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ ও মন্ত্রিপরিষদের সদস্যরা।

শুক্রবার থেকে শুরু হওয়া ইজতেমার এ প্রথম পর্বে রাজধানীসহ বিভিন্ন জেলা থেকে মুসল্লিরা সেখানে জড়ো হন। তবে আখেরি মোনাজাতে অংশ নিতে রোববার সকাল থেকে মুসল্লিরা সেখানে ভিড় করেন।

এর আগে ফজরের নামাজের পর থেকে শুরু হয়েছে ওসুলের বয়ান। বয়ান করেছেন বাংলাদেশের মাওলানা জমির উদ্দিন।

শেষ মুহূর্তেও নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এর আগে শুক্রবার ভোরে বয়ানের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমার প্রথম পর্ব। ওই দিন বৃহত্তম জুমার নামাজে জামায়াতে হন লাখো ধর্মপ্রাণ মুসল্লি। এছাড়া ইজতেমার দ্বিতীয় দিন শনিবার বিশ্ব ইজতেমায় অন্যতম আকর্ষণ ছিল যৌতুকবিহীন বিয়ে। সম্পূর্ণ শরিয়ত মেনে তবলিগের রেওয়াজ অনুযায়ী বাদ আসর ইজতেমার বয়ান মঞ্চের পাশেই অনুষ্ঠিত হয় এ বিয়ের আসর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ