1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ০৩:৫০ পূর্বাহ্ন

ইজতেমা ময়দানে শতাধিক বিয়ে

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ জানুয়ারি, ২০১৪
  • ১০৪ Time View

বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনে টঙ্গীর তুরাগ তীরে সমবেত হয়েছেন লাখো মুসল্লি। আজ রবিবার আখেরি মোনাজাতে অংশ নিতে দেশের বিভিন্ন স্থান থেকে এসেছিলেন ধর্মপ্রাণ মানুষ। মাওলানাদের বয়ান আর ইবাদতের মধ্যেই শনিবার আছরের পর ইজতেমা ময়দানে শতাধিক যৌতুকবিহীন বিয়ে হয়। ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিনের অন্যতম আকর্ষণ হয়ে ওঠে এ গণবিয়ে। আছরের নামাজের পর বয়ান মঞ্চের পাশেই বসে বিয়ের আসর। বিয়ের আনুষ্ঠানিকতার দায়িত্বে থাকা এক জিম্মাদার জানান,  ১০৮ দম্পতির বিয়ে পড়িয়েছেন তারা।
কনের সম্মতিতে ও তার অনুপস্থিতিতে বর ও কনেপক্ষের লোকজনের উপস্থিতিতে এসব বিয়ে হয়। এর আগে শুক্রবার থেকে অভিভাবকরা বর-কনের নাম তালিকাভুক্ত করেন। বিয়ের পর বয়ান মঞ্চ থেকেই মোনাজাতের মাধ্যমে নব দম্পতিদের সুখ-সমৃদ্ধিময় জীবন কামনা করা হয়। এ উপলক্ষে মঞ্চের আশপাশের মুসল্লিদের মাঝে খোরমা-খেজুর বিতরণ করা হয়।
শনিবার ফজরের নামাজের পর পাকিস্তানের মাওলানা মো. ওয়াহব, জোহরের নামাজের পর পাকিস্তানের মাওলানা জামশেদ, আসরের পর ভারতের যোবায়ের উল হাসান ও মাগরিবের পর ভারতের আহম্মেদ লাট বয়ান করেন। আজ রবিবার আখেরি মোনাজাতের আগে দিক নির্দেশনামূলক বক্তব্য (হেদায়তি বয়ান) রাখেন তাবলিগ জামায়াতের শীর্ষস্থানীয় মুরুব্বিরা। ভারত থেকে আগত বিশ্ব তাবলীগ জামাতের শীর্ষ মুরুব্বি মাওলানা যোবায়ের উল হাসান আখেরি মোনাজাত পরিচালনা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ