1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ১২:৪৪ পূর্বাহ্ন

‘ক্রিকেট প্রাণের দাবি, ষড়যন্ত্র চলবে না’

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ জানুয়ারি, ২০১৪
  • ১০৯ Time View

তিন জমিদার তথা ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ক্রিকেটীয় ষড়যন্ত্রের প্রতিবাদে আজ শনিবার শাহবাগ জাতীয় যাদুঘরের সামনে বিক্ষোভ করেছে বাংলাদেশি ক্রিকেট প্রেমীরা। এ সময় তাদের কণ্ঠে উচ্চারিত হয়-‘ভারতের হাত থেকে আমাদের ক্রিকেট বাঁচা’, ‘বিসিবি আমাদের আবেগ বোঝ’, ‘এক দাবি এক দেশ, টেস্ট খেলবে বাংলাদেশ’, ‘তিন দেশের মাতব্বরি থেকে ক্রিকেটকে রক্ষা কর’, ‘ক্রিকেট প্রাণের দাবি, ক্রিকেট নিয়ে ষড়যন্ত্র চলবে না’, ‘তিন শেয়ালের কাছে মুর্গি বর্গা দেব না’,  ‘বিসিবি সে নো’। ৪টার দিকে শুরু হওয়ার কথা থাকলেও বিকাল ৩টা থেকে রাজধানীর বিভিন্ন স্থান থেকে ক্রিকেট অনুরাগীরা বিক্ষোভস্থলে আসতে শুরু করে।

এ সময় জাতীয় জাদুঘরের সামনে থেকে জাতীয় গণগ্রন্থাগার এবং চারুকলার গেট পর্যন্ত ‘বিসিবি রেসপেক্ট আওয়ার ন্যাশন’, ‘উই ডোন্ট ওয়ান্ট লস আওয়ার রাইট’, ‘স্টপ জার্সিজম ইন আওয়ার ক্রিকেট’, ‘ইন্ডিয়া গেট আউট ফ্রম আইসিসি’, ‘ক্রিকেট তিনের নয় সবার’ নামে প্ল্যাকার্ড নিয়ে ক্রিকেট অনুরাগীরা রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে দাড়িয়ে মানবন্ধনে অংশ নেয়। মানববন্ধন তাঁদের সবার দাবি, একটাই টেস্ট ক্রিকেট নিয়ে দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র চলবে না।

আর এই মানবন্ধনে অংশগ্রহণ করে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, গৃহিনী, চাকরিজীবী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় থেকে আসা রাহাত, যাত্রাবাড়ির জসিম, শনির আখড়ার সালমান কালের কণ্ঠকে জানান, বাংলাদেশের ক্রিকেটকে ধ্বংসেসের পায়তারা করছে তিন মোড়ল দেশ। এ সময় তারা বিসিবির উদ্দেশে বলেন, বিসিবি ক্রিকেট নিয়ে আমাদের আবেগ বোঝার চেষ্টা করো।

উল্লেখ্য, ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার দেওয়া খসড়া প্রস্তাবে বলা হয় যে টেস্ট র‌্যাঙ্কিংয়ের ৯ ও ১০ নম্বরে থাকা দল টেস্ট ক্রিকেটে অংশ নিতে পারবে না। তাঁদের খেলতে হবে আইসিসি ইন্টারকন্টিনেন্টাল কাপে। এরপরই বাংলাদেশি ক্রিকেট ভক্তদের এ প্রতিবাদ ফুটে উঠে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ