আশিয়ানের দক্ষিণখান প্রকল্প অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়, স্থগিতের আবেদন ফিরিয়ে দিয়েছেন চেম্বার বিচারপতির আদালত। একইসঙ্গে আবেদনটি শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেওয়া হয়েছে।
সোমবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালতে আশিয়ানের পক্ষ থেকে রায় স্থগিতের ওই আবেদন করা হয়।
এর আগে বৃহস্পতিবার হাইকোর্টের একটি বৃহত্তর বেঞ্চ সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে আশিয়ান সিটি আবাসিক প্রকল্পকে অবৈধ ঘোষণা করে রায় দেন।