ঢাকা বিশ্ববিদ্যালয়ের “ইন্টারন্যাশনাল” হলের লিফট ছিড়ে সোহেল রানা (৩০) এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবক হলের পরিচ্ছন্নকর্মী আবুল মুন্সির বোনের ছেলে।
সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
আবুল মুন্সি জানান, হঠাৎ বিকট শব্দ হয়। এরপর লিফটের কাছে গিয়ে দেখি লিফট নীচের তলায় পড়ে আছে। পরবর্তীতে লিফট থেকে রক্তাক্ত অবস্থায় সোহেলকে উদ্ধার করা হয়। সঙ্গে সঙ্গে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। এখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য, ইন্টারন্যাশনাল হলটিতে বিদেশী শিক্ষার্থীরা থাকেন।