1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৯:৩০ অপরাহ্ন

জামায়াত নিষিদ্ধ না হলে সহিংসতা বন্ধ হবে না : ইমরান এইচ সরকার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০১৪
  • ১০২ Time View

গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেছেন, যে পর্যন্ত যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা না হবে, সে পর্যন্ত সামপ্রদায়িক সহিংসতা বন্ধ হবে না। ১৯৫৪ সালের পর থেকে এ অপশক্তি ফায়াদা লোটার চেষ্টা চালাচ্ছে। আজো তারাই দেশে সামপ্রদায়িক সংঘাত সৃষ্টির মাধ্যমে সাধারন মানুষের ক্ষতি করে যাচ্ছে।
সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন মুক্তির সোপানে গণজাগরণ মঞ্চ আয়োজিত সমাবেশে তিনি আরো বলেন, যুদ্ধপরাধী কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর করার মধ্য দিয়ে রায় কার্যকর করার অনিশ্চতা কেটে গেছে। বাকিদের রায় কার্যকর না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো। ৬ দফা বাস্তবায়নের দাবিতে আন্দোলনরত গণজাগরণ মঞ্চ প্রতিটি নির্যাতিত মানুষের পাশে থাকবে। যশোরে আমরা প্রথম রোড মার্চ করেছি। শুধুমাত্র ভোটাধিকার প্রয়োগের অপরাধে সেখানে নিরহ মানুষের রুটি-রুজির একমাত্র অবলম্বন জাল থেকে শুরু করে বসতভিটা পর্যন্ত ধ্বংস করে দেওয়া হয়েছে। জামায়াতীদের বাংলাদেশে রাজনীতি করার অধিকার নেই। যারা তাদের সহযোগিতা করবে, তারাও বিলীন হয়ে যাবে। একটি রাজনৈতিক দল জামায়াতের পক্ষ অবলম্বন করায় ইতিমধ্যেই তারা জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। ক্ষমতাসীন দলের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, সাম্প্রদায়িক সংঘাতের সময় ঘরে বসে থাকলে মানুষ আপনাদেরও ক্ষমা করবে না। আপনাদেরকেও নির্যাতিত মানুষদের পাশে এসে দাড়াতে হবে। এ সময় শুক্রবার বগুড়ায় গনজাগরন মঞ্চের পাশে ককটেল বিস্ফোরন ঘটনার প্রতিবাদ জানিয়ে ইমরান এইচ সরকার বলেন, ভয়ভীতি দেখিয়ে কোন লাভ হবে না। যত বাধা আসবে আন্দোলন তত তীব্র থেকে তীব্রতর হবে।
আজ শুক্রবার বিকেলে সিরাজগঞ্জ গণজাগরন মঞ্চের আহবায়ক শেখ খালিদ সাইফুল্লাহ সাদির সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন. সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডাঃ হাবিবে মিল্লাত মুন্না, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু ইউসুফ সূর্য, সাধারন সম্পাদক কে এম হোসেন আলী হাসান, জেলা জাসদের সাধারন সম্পাদক নাজমুল হাসান মুকুল, বাসদের সম্বন্নয়ক নব কুমার কর্মকার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদ উদ্দিন পবলু, জেলা স্বেচ্ছা সেবক লীগের সাধারন সম্পাদক জেহাদ আল ইসলাম, ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ