1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৭:২৪ অপরাহ্ন

‘রানা প্লাজা’র রেশমা চরিত্রে পরী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০১৪
  • ৯৬ Time View

সাভারের রানা প্লাজা ধসের ঘটনা অবলম্বনে চলচ্চিত্র নির্মাণ হচ্ছে। এতে রেশমার চরিত্রে অভিনয় করছেন পরীমণি। এম এ মাল্টিমিডিয়ার প্রযোজনায় সৌমিক হাসান সোহাগের তত্ত্বাবধানে ‘রানা প্লাজা’ শিরোনামের ছবির কাহিনী লিখেছেন মুজতবা সউদ। বাণিজ্যিক ও বিনোদননির্ভর মৌলিক গল্পের এ ছবিটি পরিচালনা করছেন নজরুল ইসলাম খান। ছবিতে ১টি স্যাড, ৩টি রোমাণ্টিক ও ১টি কমেডি গানসহ পাঁচটি গান রয়েছে। আলী আকরাম শুভর সংগীত পরিচালনায় গীতিকার হলেন মুন্সি ওয়াদুদ ও সুদীপ কুমার দীপ। এ দেশে প্রথম সনি এফ ফাইভ ডিজিটাল ফোর কে রেজুলেশন ক্যামেরায় ধারণকৃত এ ছবির চিত্রগ্রহণে এম এইচ স্বপন, সম্পাদনায় জিন্নাত হোসেন জিন্নাহ, ফাইট ডাইরেক্টর আরমান, কোরিওগ্রাফি মাসুম বাবুল ও ইরান, সেট ডিজাইনার কলন্তুর, ব্যবস্থাপনায় মান্নান, স্থিরচিত্রে সুলতান ও মেকআপে কাজী সেলিম। বাংলাদেশ ও চেন্নাইয়ের স্পেশাল ইফেক্ট এবং কালার কারেকশন, ডি আই বিশেষজ্ঞরা রানা প্লাজা ধ্বংসের কাজগুলো করছেন। এতে আরও অভিনয়ে করছেন সায়মন, রেহানা জলি, প্রবীর মিত্র, কাজী হায়াৎ, রাশেদা চৌধুরী, মিজু আহমেদ প্রমুখ। রবিবার সন্ধ্যায় এফডিসিতে এর মহরত অনুষ্ঠিত ও শুটিং শুরু হয়। মহরতে উপস্থিত ছিলেন চাষী নজরুল ইসলাম, জাহাঙ্গীর খান, কাজী হায়াৎ, আবদুর রহমান, খোরশেদ আলম খসরু, গুলজার ও মেজর জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ