আগামীকাল বুধবার নতুন কর্মসূচি ঘোষণা করবে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। এদিন সংবাদ সম্মেলন করে নতুন কর্মসূচির ঘোষণা দেবেন জোটনেত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
সোমবার রাতে অনুষ্ঠিত ১৮ দলের নেতাদের সঙ্গে বেগম খালেদা জিয়ার বৈঠক সূত্রে এ তথ্য জানা যায়।
এদিকে বৈঠক শেষে ১৮ দলের শরিক নেতা লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ সাংবাদিকদের জানান, পরবর্তী কর্মসূচি আগামী কয়েক দিনের মধ্যে সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা করবেন বেগম খালেদা জিয়া।
বিগত দিনের আন্দোলনে সফলতা পেয়েছেন কি না সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, খালেদা জিয়ার আহ্বানে ৫ জানুয়ারি প্রহসনের নির্বাচনে দেশের কোনো জনগণ সাড়া দেয়নি। আওয়ামী লীগ ও একটি মাত্র দেশ ছাড়া আর কেউ এই প্রহসনের নির্বাচনকে সমর্থন দেয়নি। এমনকি অভিনন্দনও জানায়নি। সুতরাং সাফল্য অবশ্যই আছে। জনগণ এ নির্বাচন মেনে নেয়নি।
বৈঠকে কি কি বিষয়ে আলোচনা হয়েছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অলি আহমেদ বলেন, বিগত দিনে ১৮ দলের আন্দোলনে কি কি ভুল হয়েছে এবং কোথায় কোথায় সমন্বয়ের অভাব ছিল সেসব বিষয়ে আলোচনা হয়েছে। এর পাশাপাশি আগামী দিনের করণীয় নির্ধারণ সম্পর্কে বৈঠকে আলোচনা হয়েছে।
এছাড়া ১৯ জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্ম দিনে সারাদেশে র্যালীর মাধ্যমে শোডাউন করবে দলটি। ২৪ জানুয়ারি বিশ্ব ইজতেমা থাকায় এ মাসে বড় ধরনের কোনো কর্মসূচি না থাকলেও ২৯ জানুয়ারি দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দিন ২৪ কিংবা ৪৮ ঘণ্টার হরতাল আসতে পারে।
বৈঠক সূত্র জানায়, গত ৫ জানুয়ারির প্রহসনের নির্বাচনে যেসব রাজনৈতিক দল অংশ নেয়নি তাদের সঙ্গে মতবিনিময় করবেন জোট প্রধান খালেদা জিয়া। বৈঠকে খালেদা জিয়ার ঢাকার বাইরে সফরের ব্যাপারে আলোচনা করা হলেও তারিখ চূড়ান্ত করা হয়নি বলেও জানা যায়।
খালেদা জিয়ার সভাপতিত্বে এ বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব ড. রেদোয়ান আহমেদ, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান আব্দুল লতিফ নেজামী, জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান, কল্যাণ পার্টির সভাপতি মে. জে. (অব.) সৈয়দ মোহাম্মদ ইব্রাহীম, এনপিপির চেয়ারম্যান শেখ শওকত হোসেন নীলু, জামায়াতে ইসলামীর কর্ম পরিষদের সদস্য রেদোয়ান উল্লাহ সাহেদী , বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, মুসলিম লীগের সভাপতি এইচ এম মো. কামরুজ্জামান, ইসলামিক পার্টির চেয়ারম্যান এডভোকেট আব্দুল মবিন, এনডিপির চেয়ারম্যান খন্দকার গোলাম মোর্ত্তজা, এনপিপির চেয়ারম্যান জেবেল রহমান গনি, ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মনি প্রমুখ।