আন্দোলনের নতুন কৌশল নির্ধারণে ১৮দলীয় জোটের শরিকদের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আওয়ামী লীগের নেতৃত্বাধীন নতুন সরকার শপথ নেয়ার পরদিনই এ বৈঠক করছেন তিনি। রাত নয়টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। দীর্ঘ দুই মাস পর এক সঙ্গে বসলেন বিরোধী জোটের শীর্ষ নেতারা। এছাড়া বিরোধীদলীয় নেতার পদ হারানোর পর জোটের নেতাদের সঙ্গে খালেদা জিয়ার এটিই প্রথম বৈঠক। বৈঠকে এলডিপি প্রেসিডেন্ট কর্ণেল (অব:) অলি আহমেদ বীর বিক্রম, বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দলিব রহমান পার্থ, ইসলামী ঐক্যজোট চেয়ারম্যান মাওলানা আব্দুল লতিফ নেজামী, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর (অব:) সৈয়দ মো. ইব্রাহিম বীরপ্রতীক, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, জমিয়তে উলামায়ে ইসলাম মহাসচিব শাহীনুর পাশা চৌধুরী, জামায়াাতের কর্মপরিষদ সদস্য রেদোয়ানউল্লাহ শাহেদী ও ন্যাপ সভাপতি জেবেল রহমান গানি উপস্থিত ছিলেন।