1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৫ অপরাহ্ন

মন্ত্রীদের জন্য ৩৫টি গাড়ি প্রস্তুত

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ জানুয়ারি, ২০১৪
  • ৯৬ Time View

মন্ত্রিসভার নতুন সদস্যদের জন্য প্রস্তুত রয়েছে ৩৫টি গাড়ি।  ঝকঝকে তকতকে সচিবালয়ে পাঠিয়েছে পরিবহন পুল। আজ রবিবার মন্ত্রিপরিষদের শপথের পূর্বেই সকাল থেকে সচিবালয়ের গেটে সারি বেঁধে সাজিয়ে রাখা হয়েছে কালো রঙের গাড়িগুলো।
গাড়ি পাঠানোর বিষয়টি জানিয়ে পরিবহন পুল থেকে মন্ত্রিপরিষদ বিভাগে যে চিঠি পাঠানো হয়েছে, তাতে বলা হয়েছে-  মন্ত্রিসভা বিভাগের চাহিদা অনুযায়ী নতুন করে ৩৫টি গাড়ি সরবরাহ করা হলো।
নতুন মন্ত্রিসভা শপথ নিলেই গত নভেম্বরে গঠিত ২৯ সদস্যের নির্বাচনকালীন মন্ত্রিসভার দায়িত্ব শেষ হবে। যারা মন্ত্রী-প্রতিমন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টা ছিলেন, মন্ত্রিসভার শপথের আগেই তাদের অব্যাহতি দেওয়া হবে।  প্রটোকল অনুযায়ী তারা সবাই সরকারি গাড়ির সুবিধা পান। ঠিক কতজন সদস্য নতুন সরকারের দায়িত্ব পেতে যাচ্ছেন- সে বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ এখনো কিছু জানায়নি। তবে এখন পর্যন্ত মন্ত্রিপরিষদের গাড়ির সংখ্যা হলো- ৭০টি।
শপথ অনুষ্ঠান আয়োজনের প্রধান দায়িত্বে থাকা মন্ত্রিপরিষদসচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইঞা জানিয়েছেন, মন্ত্রিসভার সদস্যদের দপ্তর বণ্টন রবিবারই হবে। প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দায়িত্বও এদিনই বণ্টন করবেন সরকারপ্রধান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ