1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৪:১৫ অপরাহ্ন

মন্ত্রিসভার শপথ আজ

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ জানুয়ারি, ২০১৪
  • ৭৮ Time View

দশম সংসদ নির্বাচনের পর আজ রবিবার শপথ নিচ্ছে নতুন সরকার। বিকাল সাড়ে ৩টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নিবেন। বঙ্গভবনের দরবার হলে এক অনাড়ম্বর অনুষ্ঠানে তাদের শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ। সদ্য অনুষ্ঠিত সংসদ নির্বাচনে আওয়ামী লীগ এককভাবে ২৩১টি আসন পেয়েছে। সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী দল আওয়ামী লীগের পার্লামেন্টারি পার্টির সভায় শেখ হাসিনা ইতিমধ্যে সর্বসম্মতিক্রমে সংসদ নেতা নির্বাচিত হয়েছেন। রাষ্ট্রপতি সংবিধান অনুযায়ী তাকে ১৪তম প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ দিয়েছেন। আজ শেখ হাসিনা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসাবে রাষ্ট্রপতির কাছ থেকে শপথ নেবেন। পরে পর্যায়ক্রমে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা শপথ নিবেন। প্রধানমন্ত্রী নতুন মন্ত্রিসভার তালিকা গতকাল সন্ধ্যায় রাষ্ট্রপতির কাছে দেন। পরে রাতেই রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর দেয়া নতুন মন্ত্রিসভার তালিকা অনুমোদন দেন। তবে পূর্ববর্তী মন্ত্রিসভার অনেকেই নতুন মন্ত্রিসভায় ঠাঁই পাননি বলে জানা গেছে।

নতুন মন্ত্রিসভার তালিকায় যারা রয়েছেন মন্ত্রীপরিষদ সচিব মোহাম্মদ মোশাররফ হোসাইন ভুঁইঞা গতকাল তাদের কাছে ফোন করে আজ বঙ্গভবনে উপস্থিত থাকতে অনুরোধ জানান। শপথ গ্রহণ অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।

মন্ত্রীপরিষদ সচিব মোহাম্মদ মোশাররফ হোসাইন ভুঁইঞা গত রাতে এক ব্রিফিংয়ে বলেন, রবিবার নতুন সরকারের শপথের মধ্য দিয়ে বিলুপ্ত হবে নির্বাচনকালীন মন্ত্রিসভা। তিনি বলেন, নতুন সরকারের মন্ত্রিসভায় এবার দুই-একজন উপমন্ত্রী থাকবেন। এ মন্ত্রিসভার সদস্যদের দপ্তর বণ্টন রবিবারই হবে। প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দায়িত্বও একই দিন দেয়া হবে বলে তিনি জানান।

জানা গেছে, ৪৫ সদস্যের নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সৈয়দ আশরাফুল ইসলাম, প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী, মোহাম্মদ নাসিম, ওবায়দুল কাদের, ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, নূরুল ইসলাম নাহিদ, মুজিবুল হক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও দলের সাংস্কৃতিক সম্পাদক আসাদুজ্জামান নূর, খালিদ মাহমুদ চৌধুরী, মোস্তাফিজুর রহমান ফিজার, সাইফুজ্জামান চৌধুরী, অ্যাডভোকেট আনিসুল হক, নসরুল হামিদ বিপু, শাহরিয়ার আলম, নাইমুর রহমান দুর্জয়, আরিফ খান জয়, জোনায়েদ আহমেদ পলক, বীর বাহাদুর, মির্জা আজম, সৈয়দ মহসিন আলী, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদের হাসানুল হক ইনু, তরিকত ফেডারেশনের নজিবুল বশর মাইজভান্ডারী। এছাড়া নাগরিক সমাজের পক্ষ থেকে একজন অর্থনীতিবিদও টেকনোক্র্যাট কোটায় প্রতিমন্ত্রী হচ্ছেন।

এদিকে প্রধান বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে নতুন মন্ত্রিসভায় স্থান দেয়ার জন্য পাঁচ জনের নাম দেয়া হয়েছে। তাঁরা হলেন দলটির মহাসচিব রুহুল আমিন হাওলাদার, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, জিয়াউদ্দিন বাবলু, কাজী ফিরোজ রশিদ ও মুজিবুল হক চুন্নু। এদের মধ্যে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, জিয়াউদ্দিন বাবলু, মুজিবুল হক চুন্নু, মশিউর রহমান রাঙ্গা মন্ত্রিসভায় ঠাঁই পাচ্ছেন বলে রাতে জানা যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ