1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১১:৩৩ পূর্বাহ্ন

‘ঐক্যমতের সরকারে’ যোগ দিবে জাপা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ জানুয়ারি, ২০১৪
  • ৯৪ Time View

দশম জাতীয় সংসদে সরকারের রুপরেখা জাতীয় ঐক্যমতের সরকার হবে না গতানুগতিক সরকার হবে এ নিয়ে ধোয়াশা এখোনো কাটেনি। এ বিষয়ে ঘোলাটে পরিবেশ সৃষ্টি করছে স্বয়ং সম্ভাব্য বিরোধীদল জাতীয় পার্টির নেতারা।

দলটির কেউ বলছেন, সরকারের রুপরেখা হবে জাতীয় ঐক্যমতের সরকার এবং এর মন্ত্রীসভায় যোগ দিবে জাপা। আবার কেউ বলছেন, গতানুগতিক পদ্ধতিতে জাপা বিরোধীদলের ভুমিকায় থাকবে। তবে কোন পদ্ধতিতে সমাধানে পৌছবে এটা নির্ভর করছে মন্ত্রীত্ব নিয়ে জাপার সঙ্গে ভাগাভাগির ওপর।

জাপার নির্ভরযোগ্য একটি সূত্র বলছে, জাতীয় পার্টি থেকে অন্তত দুইজন মন্ত্রী করা হলেও ঐক্যমতের সরকারে অংশ নেবে না জাপা। গতানুগতিক বিরোধী দলের ভূমিকা পালন করবে দলটি। পাঁচ বা ততোধিক মন্ত্রীত্ব দিলেই বিরোধী দল ও মন্ত্রীসভায় দুই ভূমিকাতেই থাকবে দলটি।

বৃহস্পতিবার রাতে গণভবনে দেড়ঘন্টারও বেশি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠত করেছেন রওশন এরশাদ।

বৈঠকে আওয়ামী লীগ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক প্রমুখ।

জাতীয় পার্টির নেতাদের মধ্যে ছিলেন দলটির প্রসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ, কাজী ফিরোজ রশিদ, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, মুজিবুল হক চুন্নু, ফখরুল ইমাম, মশিউর রহমান রাঙা ও তাজুল ইসলাম চৌধুরী।

বৈঠক সূত্র জানায়, প্রধানমন্ত্রী ও রওশন রাত আটটা থেকে প্রায় আধাঘন্টা একান্তে বৈঠক করেন। এসময় অন্য কেউ উপস্থিত ছিলেন না। পরে উভয় দলের নেতারা বৈঠকে যোগ দেন।

সূত্র জানায়, বৈঠকে মন্ত্রীসভা গঠন নিয়ে আলোচনা হয়েছে। তবে মন্ত্রীসভায় জাপার কতজন সদস্য থাকবে এ নিয়ে প্রধানমন্ত্রীর নিকট কোনো দাবি ছিল না দলটির। এটা সম্পূর্ণ প্রধানমন্ত্রীর ওপর ছেড়ে দেওয়া হয়েছে।

এব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক জাপার এক প্রেসিডিয়াম সদস্য বলেন,  রোববারের আগেই মন্ত্রীসভায় জাপার কে কে থাকবে এর একটা তালিকা তৈরি করা হবে। বাকিটা নির্ভর করছে প্রধানমন্ত্রীর ওপর । পাঁচজনের অধিক মন্ত্রী না দিলে জাতীয় ঐক্যমতের সরকারে যোগ দেওয়ার সম্ভাবনা খুবই কম। এক্ষেত্রে গতানুগতিক পদ্ধতিতে বিরোধীদলের ভূমিকায় অবতীর্ণ হবে জাপা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ