1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ১২:৪৫ পূর্বাহ্ন

আমি কোন দুর্নীতিবাজকে প্রটেকশন দিবো না-শেখ হাসিনা

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ জানুয়ারি, ২০১৪
  • ২৬২ Time View

৫ই জানুয়ারির নির্বাচনে জনগণ যে ম্যান্ডেট দিয়েছে তার জন্য দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই নির্বাচনকে  গণতন্ত্রের বিজয় বলে আখ্যায়িত করেছেন তিনি । আজ বিকালে গণভবনে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন প্রধানমন্ত্রী।  শেখ হাসিনা বলেন, ৫ই জানুয়ারির নির্বাচন আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে পারতো। কিন্তু আমাদের সকলের প্রত্যাশা ছিল বিরোধী দল নির্বাচনে আসবে। আমি তাদের বারবার সংলাপে আসার আহ্বার জানিয়েছিলাম।বিরোধী নেতা খালেদা জিয়ার উদ্দেশে শেখ হাসিনা বলেন, যুদ্ধাপরাধীদের সঙ্গ ত্যাগ করে আপনি আলোচনাায় আসুন। ইনশাআল্লাহ আগামী নির্বাচনে সমঝোতা হবে। তিনি বলেন, জনগণ আমাদের যে ম্যান্ডেট দিয়েছেন তাতে দেশের উন্নয়নের ধারা আমরা অব্যাহত রাখবো। তিনি বলেন, সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স অব্যাহত রাখা হবে। প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনে জনগণ সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে শান্তি, সাংবিধানিক ধারা ও গণতন্ত্রের পক্ষে রায় দিয়েছে। খালেদা জিয়ার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আলোচনার জন্য বিরোধী নেত্রীকে আমি নিজে ফোন করেছিলাম।  আলোচনার জন্য আমার দরজা সব সময় খোলা আছে। এখন তো উনি  বিরোধী দলীয় নেতার চেয়ারে বসতে পারছেন না।
আরেক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, যারা দেশের স্বাধীনতা ও গণতন্ত্রে বিশ্বাস করে না তারা নিবাচনে অংশ নেয়নি। তারা দেশের উন্নয়ন চায় না বলেই  এই নির্বাচন বর্জন করেছে।
তিনি বলেন, জনগণ বাধা উপেক্ষা করে নির্বাচনে ভোট দিয়েছে।
মন্ত্রী-এমপিদের সম্পদ বাড়ার প্রসঙ্গে তিনি বলেন, দেশের মানুষের আয় বেড়েছে। সেই অনুযায়ী মন্ত্রী-এমপিদের সম্পদ বেড়েছে। তবে কেউ যদি অস্বাভাবিকভাবে সম্পদ বাড়িয়ে থাকে তাহলে তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন অবশ্যই ব্যবস্থা নেবে। আমি  কোন দুর্নীতিবাজকে প্রটেকশন দিবো না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ