1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১০:১৫ পূর্বাহ্ন

আজ দশম জাতীয় সংসদ নির্বাচন ॥

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ জানুয়ারি, ২০১৪
  • ৯১ Time View

০ ৫৯ জেলার ১৪৭ আসনে ভোট
০ ১২টি রাজনৈতিক দলের অংশগ্রহণ, প্রার্থী সংখ্যা ৩৯০
০ ৪ কোটি ৩৯ লাখ ৩৮ হাজার ৩৮ জন ভোটাধিকার প্রয়োগ করবেন

দশম জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ করা হচ্ছে আজ রবিবার। সারাদেশে ৫৯টি জেলার ১৪৭টি আসনে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে কোন বিরতি ছাড়াই বিকেল ৪টা পর্যন্ত চলবে। ৪টার পর কোন কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে না। তবে এ সময়ের মধ্যে ভোটকেন্দ্রের ভেতরে থাকলে শুধু তার ভোটগ্রহণ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাসদ সহ মোট ১২টি রাজনেতিক দলের মোট ৩৯০ প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করছেন। ৪ কোটি ৩৯ লাখ ৩৮ হাজার ৩৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ২ কোটি ২০ লাখ ৬ হাজার ৮২৬ আর নারী ভোটার রয়েছেন ২ কোটি ১৯ লাখ ৩১ হাজার ৯২৮ জন। ইতোমধ্যে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এ সব এলাকায় ভোটগ্রহণের জন্য ভোটকেন্দ্র তৈরি করা হয়েছে ১৮ হাজার ২১৩টি। মোট ভোটকক্ষের সংখ্যা ৯১ হাজার ২১৩টি। রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে ৬১ জনকে। এর মধ্যে ২ জন রয়েছেন বিভাগীয় কমিশনার এবং বাকি ৫৯ জন জেলা প্রশাসক রয়েছেন। সহকারী রিটার্নিং কর্মকর্তার সংখ্যা ২৮৭ জন। এ ছাড়া প্রিসাইডিং অফিসার রয়েছেন ১৮ হাজার ২০৮, সহকারী প্রিসাইডিং অফিসার ৯১ হাজার ২১৩ এবং পোলিং অফিসার নিয়োগ দেয়া হয়েছে ১ লাখ ৮২ হাজার ৪২৬ জন। এ ছাড়া নির্বাচন কমিশনের পক্ষ থেকে ২ সদস্যের ইলেক্ট্ররাল ইনকোয়ারি কমিটি গঠন করা হয়েছে ১০৩টি, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১৪৭ জন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হয়েছে ২৯৪ জন।

ভোটের সার্বিক নিরাপত্তা বিধানে এবং ভোটকেন্দ্রে নিরাপত্তার জন্য সেনাবাহিনীসহ পুলিশ, বিজিবি, আনসার, কোস্টগার্ড মোতায়েন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ