হবিগঞ্জের বাহুবল উপজেলার রশিদপুরে মালবাহী বগি লাইনচ্যুত হওয়ায় সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আজ বিকাল ৫টায় বগি লাইনচ্যুত হওয়ার ফলে এ ঘটনা ঘটে। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ জংশনের স্টেশন মাষ্টার শহিদুর রহমান জানান, মঙ্গলবার বিাকল ৫টায় সিলেট থেকে চট্টগ্রামগামী মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে যায় । এরপর নোয়াপারা রেল ষ্টেশনে সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস সহ কয়েকটি ট্রেন বিভিন্ন স্থানে আটকা পড়ে।