1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৯:০১ পূর্বাহ্ন

জেগেছে মাউন্ট এটনার দৈত্য, আতঙ্কে ঘরছাড়া মানুষ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৩
  • ৮২ Time View

ফের জেগে উঠেছে মাউন্ট এটনার দৈত্য! রবিবার থেকে অগ্নুতপাত শুরু হয়েছে সিসিলি’র এই আগ্নেয়গিরিতে। অগ্নুত্পাত শুরু হয়েছে এল সালভাদরের চাপারিস্টিক আগ্নেয়গিরি থেকেও। এল সালভাদর জুড়ে ছড়িয়ে রয়েছে ২৩টি জীবন্ত আগ্নেয়গিরি। তার মধ্যে অন্যতম চাপারাস্টিক আগ্নেয়গিরি। ২০১০ সালে এই আগ্নেয়গিরি থেকে শেষ অগ্নুত্পাত হয়েছিল। তিন বছর বাদে আগ্নেয়গিরিটির ঘুম ভাঙায় সারা দেশে সতর্কতা জারি করেছে প্রশাসন। আগ্নেয়গিরি সংলগ্ন এলাকা খালি করে দিতে স্থানীয় বাসিন্দাদের নির্দেশ দিয়েছে প্রশাসন।

সান মিগুয়েল প্রদেশে জন বসতিগুলিতে দ্রুত খালি করার নির্দেশ দিয়েছে এল সালভাদর সরকার। বাসিন্দাদের নাকে মুখে ভিজে রুমাল বেঁধে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে যেভাবে ছাই ছড়িয়ে পড়ছে তাতে সান মিগুয়েল প্রদেশের কফি চাষে ব্যাপক ক্ষতি হওয়ার আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে ইউরোপের সবচেয়ে জীবন্ত আগ্নেয়গিরি মাউন্ট এটনা থেকেও শুরু হয়েছে অগ্নুত্পাত। রবিবারই জেগে ওঠে সিসিলির এই বরফ ঢাকা আগ্নেয়গিরি।

রাজধানী সান সালভাদর থেকে ১৪০ কিলোমিটার দূরে সান মিগুয়েল প্রদেশে অবস্থিত চাপারিস্টিক আগ্নেয়গিরিটি জেগে ওঠায় উদ্বিগ্ন প্রশাসন। আগ্নেয়গিরিটির চারপাশের ছোট ছোট শহর গুলিতে প্রায় পাঁচ হাজার মানুষ বাস করেন। আগ্নেয়গিরি থেকে এর মধ্যেই পার্শ্ববর্তী এলাকায় ছাই ছড়িয়ে পড়েছে। বেশ কিছু মানুষ ইতিমধ্যেই শ্বাসকষ্টে আক্রান্ত হয়েছেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ