1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৯:০১ পূর্বাহ্ন

মিসরে আল-জাজিরার চার সাংবাদিক আটক

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০১৩
  • ১১২ Time View

মিসরের গোয়েন্দা পুলিশ পুরস্কারপ্রাপ্ত এক অস্ট্রেলীয় সাংবাদিক ও এক মিসরীয় রিপোর্টারসহ চার আল-জাজিরা সাংবাদিককে গ্রেপ্তার করেছে। কর্তৃপক্ষের ভাষায় ‘দেশীয় নিরাপত্তার’ জন্য ক্ষতিকর খবর অবৈধভাবে প্রচারের অভিযোগে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত ‘সন্ত্রাসী’ সংগঠন মুসলিম ব্রাদারহুডের নেতা-কর্মীদের সাক্ষাৎকার নেওয়ার অভিযোগে আটক করা হয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা ব্রডকাস্টার এর চার সংবাদকর্মীকে। তাঁরা হলেন প্রযোজক মোহামেদ ফাহমি ও বাহের মোহামেদ, ক্যামেরাপারসন মোহামেদ ফজি ও কায়রো প্রতিনিধি পিটার গ্রিস্ট বলে দাবি করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, জাতীয় নিরাপত্তা সার্ভিসের কর্মকর্তারা রবিবার কায়রোর একটি হোটেলে অস্থায়ী ব্যুরো অফিস থেকে তাদের গ্রেফতার ও মালামাল জব্দ করেন। তারা সাংবাদিকদের পরিচয় জানাননি। শুধু উল্লেখ করেন, গ্রেফতারকৃতদের একজন মুসলিম ব্রাদারহুড সদস্য ও অপরজন অস্ট্রেলিয়ার নাগরিক।

তবে তাদের আল-জাজিরা ইংরেজির সহকর্মীরা জানান, গ্রেফতারকৃতদের একজন হলেন কায়রো ব্যুরো প্রধান মোহাম্মদ আদেল ফাহমি ও অন্যজন অস্ট্রেলিয়ান রিপোর্টার পিটার গ্রেসটি।

ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির দল মুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসী সংগঠন হিসেবে কর্তৃপক্ষ তালিকাভুক্ত করার পর তাদেরকে আটক করা হল।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তারা দেশীয় নিরাপত্তা বিঘ্নিত হয় এমন খবর প্রচার করেন। তাদের কাছে মুসলিম ব্রাদারহুডের প্রকাশনাও পাওয়া গেছে বলে মন্ত্রণালয় জানিয়েছে।

বিবিসির সাবেক সাংবাদিক গ্রেস্টি সোমালিয়ার ওপর প্রামাণ্য চিত্র নির্মাণের জন্য ২০১১ সালে সম্মানজনক পিবডি পুরস্কার পান। তিনি সিএনএনেও কাজ করেছেন। কায়রোতে তিনি সুপরিচিত সাংবাদিক এবং মুসলিম ব্রাদারহুডের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ