1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৯ পূর্বাহ্ন

কুড়িয়ে পাওয়া বোমা বিস্ফোরণে ক্ষত-বিক্ষত শিশু

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ ডিসেম্বর, ২০১৩
  • ৯২ Time View

রাজনৈতিক সহিংসতায় সারাদেশে ব্যাপক বোমাবাজি ও ককটেল বিস্ফোরণের ঘটনার শিকার হওয়া ছাড়াও শিশুরা গুরুতর আহত হচ্ছে পরিত্যক্ত বোমায়। গতকাল কুড়িয়ে পাওয়া বোমা বিস্ফোরণের ঘটনায় রাজশাহীতে উড়ে গেল একটি শিশুর হাতের আঙ্গুল, ক্ষত-বিক্ষত হলো দেহ। রাজশাহী মহানগরীর উপশহর নিউমার্কেট এলাকায় গতকাল কুড়িয়ে পাওয়া বোমা বিস্ফোরিত হয়ে গুরুতর আহত হয়েছে ৫ বছরের শিশু ফাহিম। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার খবর পেয়ে বাবাহারা ফাহিমের মা ও নানি হাসপাতালে ছুটে যান। ফাহিমের অবস্থা দেখে পাগলপ্রায় হয়ে যান তারা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, শনিবার দুপুরে উপশহর নিউমার্কেটের সামনে পাঁচ-ছয় বছরের শিশু ফাহিম খেলা করছিল। এ সময় সে একটি কৌটা দেখতে পায়। কিছু বুঝতে না পেরে কৌটা ভেবে বোমাটি নিয়ে খেলা শুরু করে ফাহিম। একপর্যায়ে বিকট শব্দে বোমাটি বিস্ফোরিত হয়। এতে ফাহিমের বাঁ-হাতের আঙ্গুল ঝলসে যায়। উড়ে যায় আরেক হাতের কব্জি। ক্ষতবিক্ষত হয় শিশুর শরীর। তার মুখম-লেও স্পিস্নন্টারের আঘাত লেগেছে। পরে শিশু ফাহিমকে স্থানীয় লোকজন উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসকরা জানিয়েছেন তার অবস্থা আশঙ্কাজনক।

বিরোধীদলের অবরোধের মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগের কার্যালয়ে এই বোমা বিস্ফোরণের ঘটনাটি তদন্ত করছে পুলিশ।’

রাজশাহী মহানগর পুলিশের সহকারী কমিশনার সাইফুর রহমান জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কে বা কারা এ বোমাটি সেখানে রেখেছে তা এখনও জানতে পারেনি পুলিশ। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ