1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১০:২৫ অপরাহ্ন

ঢাকার চলচ্চিত্রে আনুশকা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০১৩
  • ১০৫ Time View

বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা অভিনয় করবেন ঢাকার চলচ্চিত্রে। ‘প্রেম করবো তোমার সাথে’ শিরোনামের এই চলচ্চিত্রের একটি আইটেম গানে অংশ নেবেন তিনি। এতে তার সঙ্গে থাকবেন ঢালিউড অভিনেতা জায়েদ খান। গানের দৃশ্যটি হচ্ছে_ আন্ডার ওয়ার্ল্ডের ডন মিশা সওদাগরকে মারতে তার আস্তানায় প্রবেশ করে জায়েদ খান। সেখানে বাঈজী আনুশকা নেচে-গেয়ে মিশা ও তার দলের লোকজনের মনোরঞ্জন করেন। জায়েদ একপর্যায়ে ছদ্মবেশে আনুশকার সঙ্গে নাচ-গানে অংশ নেন। গানটির কথা ও সংগীত আয়োজন করছেন তানভীর তারেক। কণ্ঠ দেবেন এসআই টুটুল ও রমা। আর নৃত্য পরিচালনা করবেন মাসুম বাবুল। এই চলচ্চিত্রের নির্মাতা রাকিবুল আলম রাকিব জানান, চলচ্চিত্রের প্রযোজক হুমায়ূন আহমেদ ইতোমধ্যে আনুশকাকে অভিনয়ে চুক্তিবদ্ধ করেছেন। ১৭ ফেব্রুয়ারি ঢাকায় আসবেন তিনি। ১৮ ও ১৯ ফেব্রুয়ারি এফডিসিতে গানটি ধারণ করা হবে। ২১ তারিখ ঢাকা ত্যাগ করবেন আনুশকা শর্মা। তবে ঢাকা আসার ব্যাপারে এই অভিনেত্রী শর্ত দিয়ে বলেছেন যদি বাংলাদেশের সার্বিক পরিস্থিতি ভালো থাকে তবেই ঢাকায় আসবেন তিনি।

চলচ্চিত্রের গল্প প্রসঙ্গে জায়েদ খান বলেন, পিতৃহীন কলেজ ছাত্র জায়েদের ভালো লাগে ডন মিশা সওদাগরের ভাগ্নে মমকে। কিন্তু মিশা এই সম্পর্ক মেনে নিতে নারাজ। মমর জীবন থেকে জায়েদকে সরাতে তাকে নির্যাতন করে পাগল আখ্যা দিয়ে পাগলা গারদে পাঠায়। এক সময় পুলিশ কর্মকর্তা আনিসুর রহমান মিলন মম’র কাছ থেকে ঘটনা জানতে পেরে তাদের দুজনকে মিলিয়ে দেওয়ার প্রতিজ্ঞা করে। নানা ঘটনা দুর্ঘটনার মধ্য দিয়ে চরম নাটকীয়তায় এগিয়ে যায় ‘প্রেম করবো তোমার সাথে’ চলচ্চিত্রের গল্প। এর পাণ্ডুলিপি তৈরি করেছেন আবদুল্লাহ জহির বাবু। ১৫ জানুয়ারি থেকে ঢাকায় চলচ্চিত্রটির শুটিং শুরু হবে। একই সঙ্গে কঙ্বাজারেও চলবে চিত্রায়নের কাজ। জানুয়ারির শেষ সপ্তাহে ব্যাংককে যাবে চলচ্চিত্রের ইউনিট। সেখানে ধারণ করা হবে পাঁচটি শ্রুতিমধুর গান। গানের চিত্রায়নে অংশ নেবেন জায়েদ ও মম।

রোমান্টিক ও অ্যাকশন গল্পের ‘প্রেম করবো তোমার সাথে’ এর অন্য অভিনয় শিল্পীরা হলেন_ ববিতা, কাজী হায়াৎ, মিজু আহমেদ,সহ অনেকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ