1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৫ অপরাহ্ন

মহান আল্লাহ তাআলার বানীঃ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০১৩
  • ১৫২ Time View
বিসমিল্লাহির রাহমানির রাহিম;
তোমার পালনকতর্া আদেশ করেছেন, তাঁর ছাড়া অন্য কারও ইবাদত করো না এবং পিতা-মাতার সাথে সদ্ব্যবহার কর। তাদের মধ্যে কেউ অথবা উভয়েই যদি তোমার জীবদ্দশায় বার্ধকে্য উপনীত হয়, তবে তাদেরকে উহ্ শব্দটিও বলো না এবং তাদেরকে ধমক দিও না এবং তাদের সাথে শিষ্টাচারপূনর্ কথা বল। তাদের সামনে ভালবাসার সাথে, নম্রভাবে মাথা নত করে দাও এবং বলঃ হে পালনকতর্া, তাদের উভয়ের প্রতি রহম কর, যেমন তারা আমাকে শৈশবকালে লালন-পালন করেছেন। (সুরা বনী ইসরাঈল-আয়াতঃ ২৩-২৪)

আল কোরআন-সুরা বাক্বারাহ

বিসমিল্লাহির রহমানির রহিম।

পাথর্িব জীবনের উপর কাফেরদিগকে উম্মত্ত করে দেয়া হয়েছে। আর তারা ঈমানদারদের প্রতি লক্ষ্য করে হাসাহাসি করে। প্রক্ষান্তরে যারা পরহেযগার তারা সেই কাফেরদের তুলনায় কেয়ামতের দিন অত্যন্ত উচ্চ মযর্াদায় থাকবে। আর আল্লাহ যাকে ইচ্ছা সীমাহীন রুযী দান করেন।

(আয়াত-২১২)

মহান আল্লাহ তাআলা যে দোয়া আমাদের শিখিয়েছেন।

হে আমার পালনকতর্া! আমাকে নামাজ কায়েমকারী করুন এবং আমার সন্তানদের মধ্য থেকেও। হে আমাদের পালনকতর্া! আর আমাদের দোয়া কবুল করুন। হে আমাদের পালনকতর্া! আমাকে, আমার পিতা-মাতাকে এবং সব মুমিনদেরকে ক্ষমা করুন যেদিন হিসাব কায়েম হবে।

 

আল কোরান- (সুরা – ইবরাহিম – ৪০-৪১)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ