1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ

বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন – ড. মুহাম্মদ ইউনূস

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ ডিসেম্বর, ২০১৩
  • ৮৯ Time View

দেশের বর্তমান রাজনৈতিক অস্থিতিশীলতা এবং নাজুক অর্থনৈতিক পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন নোবেল বিজয়ী
ড. মুহাম্মদ ইউনূস। গতকাল সকালে মিরপুরের ইউনূস সেন্টারে বাংলাদেশ যুব অর্থনীতিবিদ ফোরামের একটি প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ উদ্বেগের কথা জানান। ড. ইউনূস বলেন, বাংলাদেশ প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে গেছে। কিন্তু রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে দেশের অর্থনীতি চরম ক্ষতির শিকার হচ্ছে। এ অবস্থা উত্তরণে রাজনৈতিক দলগুলোর প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। ড. ইউনূস আরও বলেন, সম্মিলিত উদ্যোগে নবীন-প্রবীণের উজ্জীবনী শক্তির সমন্বয়ে ২০৩০ সালের মধ্যে গরিব, বেকার আর দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হবে। ২০১৫ সালের মধ্যেই পুরো বিশ্বে গরিবের সংখ্যা অর্ধেকে নেমে আসবে। তিনি বলেন, সামাজিক ব্যবসা হচ্ছে ব্যক্তিগত মুনাফা বিবর্জিত। চলমান পুঁজিবাদী অর্থনীতিতে সবাই অর্থের পেছনে ছুটছে। তাই সামাজিক ব্যবসার মাধ্যমেই বিশ্বকে পরিবর্তন করা সম্ভব। মেজর (অব.) এমএম মেহবুব রহমানের নেতৃত্বে প্রতিনিধি দলে অংশ নেন ফোরামের প্রেসিডেন্ট মির্জা ওয়ালিদ হোসেন, সাধারণ সম্পাদক জাকারিয়া হায়দার, গবেষক ড. এমতাজ হোসেন, ড. মোস্তফা কামাল পাশা, খন্দকার শফিকুল হাসান রতন, অধ্যক্ষ সালাউদ্দিন ভূঁইয়া, কাওসার জামান বাবলা, সৈয়দ মোজাম্মেল হোসেন শাহীন, ওয়াসিম সিদ্দিকী, সহিদুর রহমান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ