1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ

নির্বাচনের তফসিল পেছাতে জাতিসংঘের ভূমিকা চায় জাপা

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ ডিসেম্বর, ২০১৩
  • ৮৬ Time View

আগামী নির্বাচনের তফসিল পেছাতে জাতিসংঘের ভূমিকা চেয়েছে জাতীয় পার্টি। আজ সকালে সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত এরশাদের প্রেসিডেন্ট পার্কে জাতীয় পার্টির সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করেন জাতিসংঘের রাজনীতিবিষয়ক সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো। এসময় জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইনম মুহম্মদ এরশাদ ছাড়াও দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদার এবং প্রেসিডিয়াম সদস্য জিএম কাদের উপস্থিত ছিলেন। বৈঠক শেষে রুহুল আমীন হাওলাদার সাংবাদিকদের বলেন, আমরা জাতিসংঘের এই প্রতিনিধির কাছে সার্বিক অবস্থা প্রস্তাব তুলে ধরেছি। আমরা বলেছি, সব দল অংশ না নিলে নির্বাচনে যাবে না জাতীয় পার্টি। এছাড়া সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি না হওয়ায় এই মুহূর্তে নির্বাচনে যাওয়া বাঞ্ছনীয় নয়। জনগণ এই নির্বাচন মেনে নেবে না। গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে না। জাতিসংঘ দূত কি বলেছেন জানতে চাইলে হাওলাদার বলেন, তিনি দেশের সার্বিক পরিস্থিতি জানতে চেয়েছেন।
জিএম কাদের বলেন, সবাই বসে একটি পদ্ধতি বের করতে হবে যাতে সব দল নির্বাচনে অংশ নিতে পারে। এবং সাবর মতামতের ভিত্তিতেই এই সিদ্দান্ত নিতে হবে। এছাড়া  নির্বাচনের তফসিল পেছাতে হবে। আমাদের দলের প্রেসিডেন্ট বারবার বলে আসছেন, সব দল নির্বাচনে অংশ  না নিলে জাপা নির্বাচনে যাবে না। পরিবেশ-পরিস্থিতি তৈরি হলে আমরা নির্বাচনে অংশ নেব। তিনি আরও বলেন, অনেক যোগ্য প্রার্থী আছে যারা এই তফসিলে নির্বাচনে অংশ নিতে পারবে না। তাই নির্বাচনের তফসিল পরিবর্তন করতে হবে যাতে সব দল নির্বাচনে অংশ নিতে পারে। পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে শুক্রবার রাতে ঢাকা পৌঁছান জাতিসংঘের সহকারী সেক্রেটারি জেনারেল অস্কার ফার্নান্দেজ-তারানকো। পরদিন দেশের দুই প্রধান রাজনৈতিক দলের নেতা প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেন অস্কার ফার্নান্দেজ তারানকো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ