1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ

সব দলের অংশগ্রহণে নির্বাচন চায় জাতিসংঘ- আশরাফ

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ ডিসেম্বর, ২০১৩
  • ১০৩ Time View

বাংলাদেশে সব দলের অংশগ্রহণ নির্বাচন দেখতে চায় জাতিসংঘ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের নেতৃত্বধীন প্রতিনিধি দলের সঙ্গে আজ দুপুরে এক বৈঠকে বান কি মুনের দূত অস্কার ফার্নান্দেজ তারানকো বিষয়টি স্পষ্ট করেন। প্রতিনিধি দলের নেতা সৈয়দ আশরাফুল ইসলাম বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, ‘জাতিসংঘ মহাসচিবের উদ্যোগে আমরা অত্যন্ত আশাবাদী। আলোচনা শুরু হয়েছে। তার সফরকালে আরও কয়েক দফা আলোচনা হবে। আশা করি সবাইকে নিয়ে প্রত্যাশিত একটি নির্বাচন আয়োজন সম্ভব হবে।’ এর আগে সকালে তারানকো পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে তিনটি ইস্যুর উপর গুরুত্ব আরোপ করেন তিনি। পররাষ্ট্র মন্ত্রীকে তিনি বলেন, বাংলাদেশের অনেক অর্জন রয়েছে। চলমান রাজনৈতিক সংকট সব অর্জনকে কালিমা লিপ্ত করছে। এজন্য সবার কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন, যা হবে সব দলের অংশগ্রহণে। এটি সহিংসতামুক্ত এবং শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়াকে নিশ্চিত করবে। এতে আওয়ামী লীগের প্রতিনিধি দলে উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম হানিফ, আন্তর্জাতিক বিষয় সম্পাদক ফারুক খান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী ছাড়াও কুয়েতে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত শাহেদ রেজা ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ