ভোর ছয়টায় বাসার নিচে নেমে এলেন এরশাদ। যাবেন গলফ ক্লাবে। কিন্তু তখনও বাসার নিচে দলের নেতাকর্মীদের অবস্থান। বাসার নিচে সোফায় বসে অপেক্ষা করছিলেন গাড়ি চালকের। নেতাকর্মীরা ঘিরে ধরেন তাকে। কথা শুরু করেন এরশাদ। কুশল জিজ্ঞাসার পর নেতাকর্মীদের বলেন, মনে হয় ওরা আমাকে জেলে দেবে। তবে আমিও ছাড়বো না। সঙ্গে ৮/১০জনকে নিয়ে যাবো। তোমরা ভয় কর না। আমার কোন ভয় নেই। আমি সঠিক সিদ্ধান্ত নিয়েছি। যা করেছি মানুষ আমাকে বাহবা দিচ্ছে। পথে রিকসাচালক বললো আপনি সঠিক কাজ করেছেন। আপনি নির্বাচনে দাঁড়ান, মানুষ আপনাকে ভোট দেবে। মসজিদে মুসল্লিরা বলেছেন, স্যার আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন তা সঠিক। আপনি একা নির্বাচন করলে মানুষ আপনাকেই ভোট দেবে। এসময় নেতাকর্মীরাও বলেন, স্যার আপনার সিদ্ধান্ত সঠিক। আপনার কোন ভয় নেই। আমরা আপনার জন্য জীবন দেবো। প্রয়োজনে গায়ে বোমা বেধে এখানে পড়ে থাকবো। আপনার গায়ে কেউ হাত দিতে পারবে না। মানুষ বলে এরশাদকে আবার দরকার। এরশাদ বলেন, দেশে নির্বাচনের পরিবেশ নেই। এই জ্বালাও পোড়াওয়ের মধ্যে মানুষ ভোট দিতে যাবে না। এভাবে নির্বাচন হতে পারে না। কথা বলার সময় এরশাদ কখনও হেসেছেন আবার কখনও চুপ করে ছিলেন।