1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১০:২৫ অপরাহ্ন

৩৩ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের প্রার্থী এমপি হচ্ছেন

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ ডিসেম্বর, ২০১৩
  • ১১৮ Time View

দশম সংসদ নির্বাচনে যাচাই-বাছাইয়ের পর প্রায় ৮৪৭ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে। এর মধ্যে সাতটি আসনে মাত্র একজন করে প্রার্থী মনোনয়ন দাখিল করেছিল। তাদের নিয়ে বাছাইয়ের পর ৩৩টি আসনে একজন করে বৈধ প্রার্থী রয়েছে। লক্ষ্মীপুর-৩ আসনে দুই জন প্রার্থীর কারোরই মনোনয়নপত্র বৈধ হয়নি। তবে নির্বাচন কমিশনে আপিল আবেদনের পর নির্ধারিত হবে কোন প্রার্থী থাকছে কিনা ওই আসনে। ২৫শে নভেম্বর ঘোষিত তফসিল অনুযায়ী, ৫ই জানুয়ারি ভোট হবে। ২রা ডিসেম্বরের মধ্যে জমা দেয়া মনোনয়নপত্র বৃহস্পতি ও শুক্রবার রিটার্নিং কর্মকর্তা যাচাই-বাছাই করেন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন যারা
লালমনিরহাট-২ এ নুরুজ্জামান আহমেদ, নাটোর-১ মো. আবুল কালাম, নাটোর-২ শফিকুল ইসলাম শিমুল, নাটোর-৩ জোনাইদ আহমেদ পলক, যশোর-১ শেখ আফিল উদ্দিন, বাগেরহাট-১ শেখ হেলাল উদ্দিন, বাগেরহাট-২ মীর শওকত আলী বাদশা, পিরোজপুর-১ এ কে এম এ আউয়াল (সাইদুর রহমান), টাঙ্গাইল-৩ আমানুর রহমান খান রানা, কিশোরগঞ্জ-১ সৈয়দ আশরাফুল ইসলাম, কিশোরগঞ্জ-৪ রেজওয়ান আহম্মদ তৌফিক, মানিকগঞ্জ-২ মমতাজ বেগম, গাজীপুর-২ মো. জাহিদ আহসান রাসেল, ফরিদপুর-১ মো. আবদুর রহমান, ফরিদপুর-৩ খন্দকার মোশাররফ হোসেন, সিলেট-১ আবুল মাল আবদুল মুহিত, মৌলভীবাজার-৪ আব্দুস শহীদ, কুমিল্লা-৭ অধ্যাপক মো. আলী আশরাফ, কুমিল্লা-১০ আ হ ম মোস্তাফা কামাল, ফেনী-২ নিজাম উদ্দিন হাজারী, চট্টগ্রাম-৭ মোহাম্মদ হাছান মাহমুদ,  চাঁদপুর-১ ড. মহীউদ্দীন খান আলমগীর, চাঁদপুর-৩ দীপু মনি, নোয়াখালী-২ মোরশেদ আলম ও ৫ ওবায়দুল কাদের, রংপুর-৫ এএইচএন আশিকুর রহমান, রাজশাহী-১ ওমর ফারুক ও রাজশাহী-৪ এনামুল হক, সিরাজগঞ্জ-৩ ইসহাক হোসেন তালুকদার, মুন্সিগঞ্জ-৩ মৃনাল কান্তি দাস, নরসিংদী-৫ রাজিউদ্দিন আহমেদ রাজু ও সুনামগঞ্জ-২ আসনে সুরঞ্জিত সেনগুপ্ত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ