1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ১১:৪৪ পূর্বাহ্ন

নির্বাচনী ফল মানছেন না মাওবাদীরা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ নভেম্বর, ২০১৩
  • ১০৩ Time View

maoনির্বাচন হওয়ার পরও নেপালে রাজনৈতিক সংকট অব্যাহত রয়েছে। চক্রান্তের অভিযোগ এনে গণপরিষদের নির্বাচনের ফল মানতে নারাজ মাওবাদীরা। ভোটপ্রক্রিয়া খতিয়ে না দেখা হলে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর হুমকি দিয়েছেন প্রচণ্ড।

কয়েকদিন আগে ভোটগ্রহণ হওয়ার পরও দেশটির রাজনৈতিক সঙ্কট কাটার কোন লক্ষণ নেই। গণপরিষদ নির্বাচনে নেপালি কংগ্রেসের কাছে ধরাশায়ী হয়েছে মাওবাদীরা। কিন্তু মাওবাদীরা এ পরাজয় মানতে পারছে না। তারা নির্বাচনের ফলাফলে জালিয়াতির অভিযোগ তা প্রত্যাখ্যানের হুঁশিয়ারি দিচ্ছে।

দলের শীর্ষ নেতা পুষ্পকুমার দহাল ওরফে প্রচণ্ড জানিয়ে দিয়েছেন,এই নির্বাচনের ফল তারা মানবেন না। গণপরিষদ নির্বাচনে চক্রান্তের অভিযোগ এনে পুরো ভোটপ্রক্রিয়া ফের খতিয়ে দেখার দাবি জানিয়েছেন প্রচণ্ড।

নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলি দাবি না মানলে নির্বাচন প্রক্রিয়া থেকেসরে দাঁড়ানোর হুমকি দিয়েছেন তারা। গণপরিষদেও অংশ নেবে না বলে হুমকি দিয়েছেন প্রচণ্ড।

৭৫টি জেলায়বিশাল ব্যবধানে জয় পেয়েছে নেপালি কংগ্রেস। দীর্ঘ টানাপোড়েনের পর পাহাড় বেষ্টিত দেশটির সংবিধান তৈরি করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছে তারা।

কিন্তু প্রচণ্ডের হুমকির পর সেই রাস্তা আদৌ মসৃণ থাকবে কিনা, সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। কারণ, সাত বছর আগে মাওবাদীরা অস্ত্র ছেড়েছিল নেপালে।

এরপর ২০০৮ সালের নির্বাচনে বিশাল ব্যবধানে জয়ী হয়েছিলেন মাওবাদী শীর্ষ নেতা প্রচণ্ড। কিন্তু তারপরেও রাজনৈতিক অস্থিরতা কাটেনি। ভোট প্রক্রিয়া ও গণপরিষদে নাথাকা নিয়ে প্রচণ্ড যে হুমকি দিয়েছেন, তাতে নেপালে রাজনৈতিক সঙ্কট আরও তীব্রহবে বলেই আশঙ্কা করছেন অনেকে।

সূত্র: জি নিউজ

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ