1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৩ অপরাহ্ন

পোশাক শিল্পের উন্নয়নে ২ হাজার কোটি টাকা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ নভেম্বর, ২০১৩
  • ৯০ Time View

posakদেশের তৈরি পোশাক কারখানা পরিদর্শন শুরু করেছে ইউরোপীয় ইউনিয়নভিত্তিক ক্রেতাদের সংগঠন বাংলাদেশ অ্যাকর্ড অন ফায়ার অ্যান্ড বিল্ডিং সেফটি। শুক্রবার এ পরিদর্শন কার্যক্রম শুরু হয়েছে।

এই পরিদর্শনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েটের) সঙ্গে একযোগে কাজ করবে ইউরোপীয় ক্রেতাদের সংগঠন অ্যাকোর্ড এবং উত্তর আমেরিকার ক্রেতাদের সংগঠন অ্যালায়েন্স।

প্রায় দুই হাজার কারখানার ভবনের অবকাঠামো, নিরাপত্তা ও অগ্নি নির্বাপন ব্যবস্থার মূল্যায়ন করবে এই প্রতিষ্ঠান। পরিদর্শনে কারখানার কোনো ক্রুটি-বিচ্যুতি ধরা পড়লে সেগুলো দূর করতে কারিগরি ও আর্থিক সহায়তা দেয়া হবে।

বর্তমানে দেশের এক হাজার ৮০০ কারখানা থেকে পোশাক কিনে অ্যাকর্ডের সদস্যরা। পোষাক কারখানা পরিদর্শনে অ্যাকর্ডের সাথে আরও কয়েকটি ক্রেতা প্রতিষ্ঠান যোগ দিয়েছে। অ্যাকর্ডে বর্তমানে ১০১ টি সদস্য রয়েছে। প্রত্যেক সদস্য প্রতি বছর ৫ লাখ ডলার করে পাঁচ বছরে ২৫ লাখ ডলারের যোগান দেবে। এতে মোট তহবিলের আকার দাঁড়াবে বাংলাদেশী মুদ্রায় প্রায় ২ হাজার কোটি টাকা। অ্যাকর্ডের সদস্যদের পোশাক সরবরাহকারী কারখানাগুলো পরিদর্শন ও মান উন্নয়নে এ অর্থ ব্যয় করা হবে।

দেশের গার্মেন্টস শিল্পে এ-ই প্রথম ‘দ্য ওয়ার্কিং কন্ডিশন প্রোগ্রাম’ এর যাত্রা শুরু হচ্ছে নেদারল্যান্ড সরকার এবং ব্রিটেনের ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ডিএফআইডি) সহায়তায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ