1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৩ পূর্বাহ্ন

আনকাট সেন্সরে ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০১৩
  • ৮৬ Time View

mohaaআনকাট সেন্সর ছাড়পত্র পেল কবি নির্মলেন্দু গুণের কবিতা অবলম্বনে নির্মিত ও মাসুদ পথিক পরিচালিত চলচ্চিত্র ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’। সরকারি অনুদানপ্রাপ্ত এ চলচ্চিত্রটি মুক্তি পাচ্ছে স্বাধীনতার মাস ডিসেম্বরে।

এদেশের কৃষক সংগ্রামের ইতিহাস, মুক্তিযুদ্ধের চেতনা, গ্রাম বাংলার মানুষের জীবনাচার ও বাস্তবচিত্রের মর্মগাঁথা ভিন্ন দৃষ্টিভঙ্গি উঠে এসেছে এ চলচ্চিত্রে। এতে অভিনয় করছেন কবির চরিত্রে নির্মলেন্দু গুণ এবং কবির তরুণ বয়সের চরিত্রে থাকছেন সৈয়দ জুবায়ের। নেকাব্বরের চরিত্রে রয়েছেন জুয়েল জহুর, বাদল শহিদ এবং ফাতেমা চরিত্রে থাকছেন সিমলা।

এছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন প্রবীর মিত্র, মামুনুর রশীদ, অসীম সাহা, রেহানা জলি, এহসানুর রহমান, বেগম মন্টু, হাসি বুবু, শেখ সাহেদ আলী, সোহেল বয়াতি, কবিন্দ্র মল্লিক, হাসান আরিফ, ফারহানা শুচি, মহসিন খোন্দকার, মাসুম খান, কাশেম মাল, সনজিব পুরোহিত, সৌমিত্র দেব, মাঈন মজুমদার, বাহার খান, মিতুল, হিমু, অমল রায় এবং পনের জন কবি।

‘নেকাব্বরের মহাপ্রয়াণ’ প্রদর্শণের পর বেশ প্রশংসা করেছেন সেন্সরবোর্ডের সদস্যরা। সেন্সরবোর্ড সদস্য কবি কাজী রোজী বলেন, ”অসাধারণ, সত্যি ভিন্নধারার সিনেমা এটি। সেন্সরবোর্ডের সদস্য হওয়ার পর আমি এরকম ভালো সিনেমা দেখিনি।”

সেন্সরবোর্ডের ভাইস চেয়ারম্যান মুহম্মদ লিয়াকত আলি খান বলেন, “কবিতা থেকে এই রকম ভালো সিনেমা হতে পারে তা না দেখলে বিশ্বাস করা যেত না। আমার ধারণা সিনেমাটি দেশে ও দেশের বাইরে প্রশংসিত হবে।”

চলচ্চিত্রটির সম্পর্কে পরিচালক মাসুদ পথিক বলেন, “সরল কাহিনির উপর ভিত্তি করে নির্মিত হয়েছে চলচ্চিত্রটি। সিনেমার ভাষাগত ও শৈলীগত নৈপুণ্যের দিকটি সার্থক করার চেষ্টা করেছি।”

সিনেমার সঙ্গীত পরিচালনা করেছেন বেলাল খান, মুশফিক লিটু, প্রিন্স মাহমুদ, সাইম রানা, ও মাহমুদ সেলিম। গান লিখেছেন মাসুদ পথিক, নির্মলেন্দু গুণ, অসীম সাহা, সাইম রানা, অতনু তিয়াস। গান গেয়েছেন মমতাজ, বারী সিদ্দিকী, বেলাল খান, পড়শী, প্রিয়াঙ্কা গোপ, সাইম রানা, দিদারুল করিম, বাপ্পিরাজ, বাদল শহীদ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ