1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০৪:১২ অপরাহ্ন

হাজার নারী উদ্যোক্তার সম্মেলন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৩
  • ৭৪ Time View

smelদেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পে (এসএমই) ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা বৃদ্ধি করতে নতুন নতুন কৌশল গ্রহণ করছে বাংলাদেশ ব্যাংক । এজন্য নারী উদ্যোক্তাদের এসএমইতে প্রাধান্য দেয়া হচ্ছে। এই খাতের উন্নয়নে ১০০০ নারী উদ্যোক্তা নিয়ে একটি সম্মেলন ও পণ্য প্রদর্শনী মেলার আয়োজন করতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক।

বিশ্ব ব্যাংক, আইএমএফ, জাইকা, এশিয়া উন্নয়ন ব্যাংক, ইউএস এইড, কেয়ার, ইউএনডিপিসহ বিভিন্ন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার প্রতিনিধি, প্রতিটি ব্যাংকের প্রধান নির্বাহী, আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের মহাব্যবস্থাপক সুকোমল সিংহ চৌধুরী বলেন, ‘ক্ষুত্র নারী উদ্যোক্তাদের সঙ্গে মেলবন্ধন করার জন্যই এ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকের এসএমই ঋণের পুনঃঅর্থায়ন তহবিলের আওতায় প্রায় ৮ হাজার নারী উদ্যোক্তা ঋণ গ্রহণ করেছে। তাদের মধ্যে থেকেই ১০০০ হাজার উদ্যোক্তাকে আরো উৎসাহী করার জন্যই এ সম্মেলন।

দেশে কার্যরত সব তফসিলি ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের সহযোগিতায় ১৮ ডিসেম্বর রাজধানীর হোটেল রূপসী বাংলায় এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

‘সম্মেলন’ নিয়ে সোমবার কেন্দ্রীয় ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগে বাংলাদেশ ব্যাংক, সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি সভা অনুষ্ঠিত হয়েছে।

দিনব্যাপী সম্মেলনের উদ্বোধন করবেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। সম্মেলনের বাইরে দর্শনার্থীদের জন্যও পণ্য প্রদর্শনী মেলা উন্মুক্ত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ