1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৩ পূর্বাহ্ন

প্রাঙ্গণে মোর এর আয়োজনে নাট্য উৎসব

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ নভেম্বর, ২০১৩
  • ১০৫ Time View

introমঞ্চ নাটকের জগতে ১০ বছর পূর্ণ করলো নাট্য সংগঠন ‘প্রাঙ্গণে মোর’। তাদের এই ১০ বছরের পথ চলায় প্রাঙ্গণে মোর ধারাবাহিকভাবে ৮টি দর্শকনন্দিত প্রযোজনা বাংলাদেশের মঞ্চে উপহার দিয়েছে এবং এখনও পর্যন্ত সবগুলো প্রযোজনাই নিয়মিতভাবে মঞ্চে প্রদর্শিত হচ্ছে।

প্রাঙ্গণে মোর নাট্যদলের ১০ বছর পূর্তিতে দলের নিজস্ব ৮টি নিয়মিত প্রযোজনা নিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নৃত্যশালায় ‘প্রাঙ্গণে মোর নাট্যায়োজন ২০১৩’ অনুষ্ঠিত হবে। ২২ নভেম্বর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত ৮ দিনব্যাপী চলবে এই নাট্য উৎসব।

প্রতিদিন সন্ধ্যা ৬টায় প্রদর্শিত হবে এই নাটকগুলো। এর মধ্যে ২২ নভেম্বর প্রদর্শিত হবে অনন্ত হিরার নির্দেশনায় হবে ‘শ্যামাপ্রেম’। ২৩ নভেম্বর রয়েছে নূনা আফরোজের নির্দেশনায় ‘স্বদেশী’, ২৪ নভেম্বর অনন্ত হিরার রচনা ও নির্দেশনায় ‘লোকনায়ক’, ২৫ নভেম্বর ‘রক্তকরবী’ নির্দেশনা দিয়েছেন ‘নূনা আফরোজ’ ২৬ নভেম্বর রামিজ রাজুর ‘দ্রোহ প্রেম নারী’ নূনা আফরোজের নির্দেশনায় ‘শেষের কবিতা’ ২৭ নভেম্বর প্রর্দশিত হবে, অনন্ত হিরার নির্দেশনায় ২৮ নভেম্বর প্রর্দশিত হবে ‘আওরঙ্গজেব’ এবং ২৯ নভেম্বর রাত ইর্ষা প্রদর্শনীর মধ্যদিয়ে সমাপ্ত হবে এই উৎসব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ