আন্দোলন ছেড়ে পোশাক শ্রমিকদের কাজে যোগ দেয়ার আহ্বান জানিয়েছেন পোশাক মালিকরা। ন্যূনতম মজুরির সিদ্ধান্ত আগামী ২১ নভেম্বর গেজেট আকারে প্রকাশ না হওয়া পর্যন্ত সব ধরনের আন্দোলন বন্ধর আহ্বানও জানান তারা।
শুক্রবার বিজিএমইএ সভা কক্ষে পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএর সাথে ৫২ শ্রমিক সংগঠনের নেতাদের বৈঠক হয়।
বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম বলেন, “আন্দোলন ভাঙচুরে বহির্বিশ্বে পোশাক শিল্পের ভাবমূর্তি নষ্ট হচ্ছে তাই দেশের বৃহৎ স্বার্থে এই শিল্পকে টিকিয়ে রাখতে হবে।”
তিনি বলেন, “গত চার নভেম্বর ন্যূনতম মজুরি বোর্ড পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৫ হাজার ৩ শত টাকা ঘোষণা করে। আগামী ২১ নভেম্বর ন্যূনতম মজুরির চূড়ান্ত সিদ্ধান্তটি গেজেট আকারে প্রকাশিত হবে। এর আগ পর্যন্ত কোনো ধরনের সহিংস ভাঙচুর ও আন্দোলন না করে শ্রমিকদের শান্তিপূর্ণভাবে কাজে যোগ দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। এখন শ্রমিকদের উচিত আন্দোলন ছেড়ে কাজে যোগ দেওয়া।
তিনি বলেন, “আমরা শ্রমিক নেতাদের সাথে বৈঠক করেছি। তারা মজুরি বোর্ডের চূড়ান্ত ঘোষণা না দেওয়া পর্যন্ত যে কোন ধরনের নাশকতা, ভাঙচুর ও অসহযোগ আন্দোলন থেকে বিরত থাকার ব্যাপারে একমত হয়েছেন।
সংবাদ সম্মেলনে শ্রমিকদের পক্ষ থেকে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক কাজী রুহুল আমিন বলেন, “ন্যূনতম মজুরি ঘোষণার পর ১৪ দিন আপিল ও সুপারিশ করার সুযোগ আছে। ২১ নভেম্বর পর্যন্ত সময় আছে। মালিক নেতৃবৃন্দ আমাদের আশ্বস্ত করেছেন এই সময়ের মধ্যে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবো। পোশাক শ্রমিকদের প্রতি আহ্বান জানাচ্ছি, তারা যেন আগামী ২১ নভেম্বর পর্যন্ত আর কোনো আন্দোলন না করে কাজে যোগ দেয়