সময়ের আলোচিত গীতিকার সোমেশ্বর অলির কথায় গান গাইলেন সামিনা চৌধুরী। বাংলা চলচ্চিত্রের গানের জনপ্রিয় এই শিল্পীর সাথে কণ্ঠ দিয়েছেন ‘পাগল তোর জন্য রে’ খ্যাত বেলাল খান। সম্প্রতি রাজধানীর একটি স্টুডিওতে গানটি রেকর্ড করা হয়।
‘বড় বেশি দেখতে ইচ্ছে হয় রে’ শিরোনামের গানটি ব্যবহার করা হবে ‘মার ছক্কা’ ছবিতে। ছবিটি পরিচালনা করছেন মঈন বিশ্বাস।
সোমেশ্বর অলির কথায় এ গানটির সুর ও সঙ্গীত আয়োজন করেছেন গানটির শিল্পী বেলাল খান ও মুশফিক লিটু।
গানটি সম্পর্কে সামনি চৌধুরী বলেন, “বেলাল খান দারুণ সুর করেছেন। অলির কথাও অসাধারণ। সব মিলিয়ে গানটি করে বেশ ভালো লেগেছে।”
গানটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বেলাল খানও। তিনি বলেন, “সামিনা আপা আমার সুরে গান করেছেন; এটি আমার জন্য খুবই গর্বের বিষয়। আশা করি গানটি শ্রোতাদের ভালো লাগবে।”