1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৬ পূর্বাহ্ন

হুমায়ূন আহমেদের জন্মদিনে..

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ নভেম্বর, ২০১৩
  • ২৩৯ Time View

abcজননন্দিত কথা সাহিত্যিক ও পরিচালক হুমায়ূন আহেমেদর জন্মদিন উপলক্ষে অনুষ্ঠিত হচ্ছে নানা আয়োজন। ১৩ নভেম্বর এই জনপ্রিয় সাহিত্যিকের জন্মদিন। সেই জন্মদিনকে ঘিরেই থাকছে চলচ্চিত্র উৎসব, হিমু মেলা ও হিমু পরিবহনের উদ্যোগে নানা আয়োজন। চ্যানেল আই ও ইমপ্রেস টেলিফিল্মের উদ্যোগে অনুষ্ঠিত হবে ‘হিমু মেলা’। তাদের পক্ষ থেকে ১৩ নভেম্বরকে ‘হিমু দিবস’ হিসেবে ঘোষণা করা হয়েছে। থাকছে হুমায়ূন আহমেদের চলচ্চিত্র উৎসবও। যমুনা ফিউচার পার্ক ব্লকবাস্টার সিনেমাতে অনুষ্ঠিত হবে ‘হুমায়ূন আহমেদ চলচ্চিত্র উৎসব’। এখানে ৭টি সিনেমা প্রদর্শিত হবে। এই উৎসবকে ঘিরে যমুনা ফিউচার পার্কে অনুষ্ঠিত হবে নানা অনুষ্ঠান। ১২ নভেম্বর ‘রেড কার্পেটে’ উপস্থিত হবে হুমায়ূন আহমেদের চলচ্চিত্রে অংশ নেওয়া শিল্পী ও কলাকুশলীরা। ১৪ নভেম্বর থেকে প্রদর্শিত হবে সিনেমাগুলো। এরমধ্যে রয়েছে ‘আগুনের পরশমনি’, ‘দুই দুয়ারী’, ‘শ্রাবণ মেঘের দিন’, ‘শ্যামল ছায়া’, ‘নয় নম্বর বিপদ সংকেত’ ও ‘আমার আছে জল’ এবং হুমায়ূন আহমেদের গল্প অবলম্বনে তৌকির আহমেদ পরিচালিত ‘দারুচিনি দ্বীপ’ সিনেমাটি। এছাড়া ‘হিমু পরিবহন’র ব্যানারে আয়োজন করা হয়েছে নানা অনুষ্ঠান। এর মধ্যে রয়েছে নুহাশ পল্লীতে কেক কাটা ও রাত্রী যাপন, মোমের আলোয় নুহাশ পল্লীকে সাজানো, হুমায়ূন আহমেদের জন্মস্থান নেত্রকোনায় ভ্রমন ও কেক কাটা। এছাড়াও তাদের উদ্যোগে দেশে ১০টি স্থানে এবং দেশের বাইরে ১০টি স্থানে কেক কাটা হবে। এছাড়াও কক্সবাজার সমুদ্র সৈকতে কেক কাটা এবং ফানুস উড়ানো হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ