1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ০২:১৫ অপরাহ্ন

কাজলের ঘরে চুরি!

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ অক্টোবর, ২০১৩
  • ৮০৫ Time View

kajolসিংহাম’ সিনেমায় বেশ সাহসী ও চৌকস পুলিশ অফিসার ছিলেন অজয় দেবগান। তার ভয়ে পুরো গ্রামে চুরি-রাহাজানি বন্ধ ছিল। আর যেই কোথাও চুরি করেছে ধরে এনে তাকে শাস্তি দিয়েছেন অজয়। তবে বাস্তব জীবনে হলো তার উল্টো ঘটনা। তার নিজের ঘরেই চুরি হলো। স্ত্রী বলিউডের আরেক জনপ্রিয় তারকা কাজলের গয়না চুরি হয়ে গেছে।

সম্প্রতি অজয়-কাজলের ঘরে এই চুরির ঘটনা ঘটে। জুহুর দেবগান ম্যানসনে নিজের বাড়িতে পূজা করতে ব্যস্ত ছিলেন কাজল। সে সময়ই তার বাড়ি থেকে চুরি হয় ১৭টি সোনার চুড়ি।

কাজলের মা তনুজা বলেন, “আমি এখনও পুরো ঘটনা বিস্তারিত জানি না। তবে হ্যাঁ, কাজলের ১৭টি চুড়ি হারানো গেছে।”

এ ঘটনায় জুহু পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেছেন দেবগন পরিবার।

জুহু পুলিশের এসআই অরুণ ভগত জানিয়েছেন, “আমরা কয়েকজনকে সন্দেহের তালিকায় রেখেছি। তাদের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।”

তিনি আরো জানান, এ চুরির ঘটনায় বাড়ির লোকেদের উপরই সন্দেহ করছে অজয়-কাজর পরিবার। চুরি যাওয়া গয়নার মূল্য ৫ লাখ টাকা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ