1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৪২ পূর্বাহ্ন

শ্রেষ্ঠ অভিনেতা শাকিব অভিনেত্রী জয়া আহসান

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৩
  • ১০৯ Time View

joya-ahsan-sakib-khanশিঘ্রই জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১২ ঘোষিত হতে যাচ্ছে। ইতোমধ্যে জুরিবোর্ড পুরস্কারপ্রাপ্তদের নামের তালিকা চূড়ান্ত করেছেন। এ সপ্তাহের মধ্যে নাম ঘোষণা করা হতে পারে বলে তথ্যমন্ত্রণালয় সূত্রে জানা যায়।

সূত্রটি জানায়, জুড়ি বোর্ডের রায়ে এ বছর শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পাচ্ছেন শাকিব খান। তিনি শাহীন সুমন পরিচালিত ‘খোদার পরে মা’ সিনেমায় অভিনয়ের জন্য এ পুরস্কার পাচ্ছেন।

আর শ্রেষ্ঠ অভিনেত্রীর মুকুট পরতে যাচ্ছেন জয়া আহসান। রেদওয়ান রনি পরিচালিত ‘চোরাবালি’ সিনেমায় অভিনয়ের জন্য জয়া পুরস্কার পাচ্ছেন।

অনন্ত হিরা পরিচালিত ‘ও আমার দেশের মাটি’তে অভিনয়ের জন্য পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পাচ্ছেন নায়করাজ রাজ্জাক। এবার লাইফ টাইম এচিভমেন্ট পুরস্কার পাচ্ছেন খলিল উল্লা খান। এছাড়াও শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার পাচ্ছে শাহনাজ কাকলী পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘উত্তরের সুর’। হূমায়ূন আহমেদ পরিচালিত ‘ঘেটুপুত্র কমলা’ সিনেমার চিত্রগ্রাহক হিসেবে শ্রেষ্ঠ চিত্রগ্রাহকের পুরস্কার পাচ্ছেন মাহফুজুর রহমান খান।

উল্লেখ্য, এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ১৮টি সিনেমা জমা পড়ে। পুরস্কার দেয়া হবে ২৮টি ক্যাটাগরিতে। তথ্যমন্ত্রণালয়ের ইচ্ছা আগামী মাসে জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কারপ্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দিতে। তবে তা নির্ভর করছে প্রধানমন্ত্রীর সময় দেয়ার উপর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ