1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে অনুকূল পরিবেশ বিরাজ করছে: ড. সালেহউদ্দিন জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবদান আন্তর্জাতিকভাবে প্রশংসিত : নৌপরিবহন উপদেষ্টা হাসিনা-কামালের আমৃত্যু কারাদণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল ২০২৪-কে ১৯৭১-এর মুখোমুখি দাঁড় করানোর প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করি : মাহফুজ আলম ফ্যাসিবাদ বিরোধী ঐক্যকে জাতীয় শক্তিতে পরিণত করতে হবে : সালাহউদ্দিন আহমদ হাদিকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরের পথে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় অভিমুখে ডাকসুর মার্চ ওসমান হাদিকে গুলির ঘটনায় নির্বাচনে প্রভাব পড়বে না : সিইসি বিজয় দিবসে ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল চলাচল হাদিকে সিঙ্গাপুর নিতে ঢাকায় এসেছে এয়ার অ্যাম্বুল্যান্স

বিশ্ব মিডিয়ায় কাদের মোল্লার রায়

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৩
  • ৬০ Time View

world-news-c৭১-এর মানবতাবিরোধী বিভিন্ন অপরাধের দায়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ মঙ্গলবার সকালে জামায়াত নেতা আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে ফাঁসির রায় দিয়েছে। এ সংবাদটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়েছে। বিবিসি, আল জাজিরা, রয়টার্স, ডন, টাইমস অব ইন্ডিয়াসহ বিভিন্ন বিদেশি সংবাদপত্র তাদের অনলাইন সংস্করণে খবরটি তাৎক্ষণিক প্রকাশ করেছে।

বিদেশী বিভিন্ন গণমাধ্যমে ‘ইসলামি নেতা কাদের মোল্লার ফাঁসির রায় ঘোষণা’ নামে সংবাদটির শিরোনাম করা হয়।

বিবিসি, ‘ডেথ পেনাল্টি ফর বাংলাদেশ ইসলামিস্ট’ এই শিরোনামে আবদুল কাদের মোল্লার ফাঁসির রায়ের সংবাদটি প্রকাশ করে।

বিবিসির খবরে বলা হয়, জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি ৬৫ বছর বয়সী কাদের মোল্লার বিরুদ্ধে ফাঁসির রায় ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট। যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল চলতি বছরের গোড়ার দিকে তার বিরুদ্ধে আনীত ছয়টি অভিযোগের মধ্যে হত্যাসহ পাঁচটিতে তাকে দোষী সাব্যস্ত করা হয়।

বিবিসি’র ঐ রিপোর্টে বলা হয়েছে, “১৯৭১ সালের মুক্তিযুদ্ধে মানবতার বিরুদ্ধে যুদ্ধপরাধের অভিযোগে বাংলাদেশের প্রধান ইসলামি দলে নেতাকে মৃত্যদণ্ড দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত।”

আল-জাজিরা ‘বাংলাদেশ ইসলামিস্ট লিডার সেন্টেন্সড টু ডেথ’ এই শিরোনামে সংবাদটি প্রচার করেছে।

তাদের ঐ রিপোর্টে বলা হয়েছে, “পাকিস্তানের বিরুদ্ধে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে গণহত্যার অভিযোগে বাংলাদেশের সর্বোচ্চ আদালত দেশটির সিনিয়র ইসলামি নেতার বিরুদ্ধে ফাঁসির রায় দিয়েছে।”

আলজাজিরা আরো বলছে, “জামায়াতের চতু্র্থ পদমর্যাদার নেতা আবদুল কাদের মোল্লার (৬৫) বিরুদ্ধে এই রায় ঘোষণা করা হয়েছে।”

তাছাড়া আল-জাজিরা কাদের মোল্লার বিরুদ্ধে ট্রাইব্যুনালের দেয়া যাবজ্জীবন রায়ের প্রতিবাদকে শাহবাগের গণজাগরণকে সেক্যুলারদের জমায়েত হিসেবে উল্লেখ করেছে। সংবাদ মাধ্যমটি আরো বলছে, “যুদ্ধ চলাকালে ঢাকার উপকণ্ঠে শতাধিক নিরীহ গ্রামবাসীকে হত্যার দায়ে কাদের মোল্লাকে ‘মীরপুরের কসাই’ উল্লেখ করে অন্তত ১০ হাজার সেক্যুলার জমায়েত হয়ে প্রতিবাদ জানায় শাহবাগে।”

‘বাংলাদেশ কোর্ট ইমপোজ ডেথ সেন্টেন্স ওন ইসলামিক লিডার ফর ওয়্যর ক্রাইম’ এই শিরোনামে জামায়াত নেতা আবদুল কাদের মোল্লার ফাঁসির রায় ঘোষণার সংবাদটি প্রচার করে বার্তা সংস্থা রয়টার্স।

রয়টার্সের রিপোর্টে বলা হয়েছে,“বাংলাদেশের সর্বোচ্চ আদালত স্বাধীনতা যুদ্ধে যুদ্ধপরাধের অভিযোগে শীর্ষ ইসলামি নেতার যাবজ্জীবনের রায় বাতিল করে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।”

একই ধরনের সংবাদ প্রচার করেছে পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন। ‘বাংলাদেশ টপ কোর্ট অর্ডার সিনিয়র জামায়াত লিডার টু হ্যাং’ এই শিরোনামে সংবাদটি প্রচার করা হয়।
এছাড়া ফেইসবুক, টুইটারসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমেও আদালতের এই রায়ের পক্ষে বিপক্ষে ব্যাপক প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ