1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ০৮:৪০ পূর্বাহ্ন

সঠিক সময়ে নির্বাচন হওয়া উচিত, জ্বালাও-পোড়াও ভালো লাগে না: এরশাদ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০১৩
  • ১১৮ Time View

mamaকোন বড় দল নির্বাচনে অংশ না দিলে ওই নির্বাচন গ্রহণযোগ্য হবে না বলে উল্লেখ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেন, নির্বাচনে কোন একটি বড় দল নির্বাচনে অংশ না নিলে এমন নির্বাচনে আমার অংশগ্রহন করে লাভ কী?

দেশ-বিদেশের সবাই চাচ্ছে বাংলাদেশে একটা গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হোক। সব মিলিয়ে সঠিক সময়ে দেশে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে সঠিক সময়ে নির্বাচন হওয়া উচিত। জ্বালাও-পোড়াও ভালো লাগে না। একটি জাতীয় দৈনিককে দেয়া সাক্ষাৎকারে এরশাদ এসব কথা বলেন।

এরশাদ বলেন, ব্যক্তিগতভাবে আমি মনে করি- সংবিধান থেকে একচুলও নড়বো না, নির্বাচন ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন প্রতিক্রিয়ায় তার জনপ্রিয়তা হ্রাস পেয়েছে। তিনি এমনটা না বললেও পারতেন। রাজনীতিতে আলোচনা ও সমঝোতা করেই চলতে হয়। আবার তার বক্তব্যের জবাবে বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া যখন বললেন, আন্দোলনে চুল উড়ে যাবে, দিশাহারা হয়ে যাবেন- তখন আর বুঝতে বাকি থাকলো না যে নির্বাচন ইস্যুতে আপস ও সমঝোতার পথ বন্ধ হয়ে গেছে। নির্বাচন ইস্যুতে দেশটাকে সংঘাতের দিকে ঠেলে দেয়া হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ