1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
চিকিৎসায় রেসপন্স করছেন খালেদা জিয়া : ডা. জাহিদ নির্বাচনের তফসিলে তারিখ ছাড়াও যা যা থাকে ইসলামিক কর্মকাণ্ড না চললে মসজিদ থেকে লাভ নেই : ধর্ম উপদেষ্টা ৬ ঘণ্টা অবরুদ্ধ থেকে সচিবালয় ছাড়লেন অর্থ উপদেষ্টা তফসিল ঘোষণার পর আসিফ-মাহফুজের পদত্যাগপত্র কার্যকর হবে : প্রেসসচিব আগামী নির্বাচন একটি নতুন বাংলাদেশ গড়ার সুযোগ : প্রধান উপদেষ্টা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই রাষ্ট্রের মালিকানা জনগণের হাতে ফিরবে : গয়েশ্বর মস্কোর কাছে বিধ্বস্ত রুশ সামরিক কার্গো বিমান, নিহত ৭ সংসদ নির্বাচনের প্রস্তুতি শেষ, অপেক্ষা তফসিলের জরুরি প্রেস ব্রিফিং ডেকেছেন উপদেষ্টা আসিফ, পদত্যাগের গুঞ্জন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ব্রিটিশ প্রধানমন্ত্রী-মন্ত্রী-এমপিদের ঈদ শুভেচ্ছা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০১৩
  • ১৩০ Time View

মুসলিম সম্প্রদায়ের অন্যতম উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনসহ ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ, পররাষ্ট্রদপ্তরের সিনিয়র মন্ত্রী ব্যারোনেস ওয়ার্সী এবং ব্রিটেনের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক ছায়ামন্ত্রী রুশানারা আলী এমপি।

বুধবার এক বিবৃতিতে তারা সকলে এ ঈদ শুভেচ্ছা জানান।

ডেভিড ক্যামেরন বলেন, পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপন উপলক্ষে যুক্তরাজ্য এবং বিশ্বের মুসলমানদের প্রতি আমার উষ্ণ শুভেচ্ছা রইল। গ্রীষ্মের দীর্ঘ দিবসে রোজা পালন ও প্রার্থনা শেষে এবং আমরা যেসব কাজ অবধারিত মনে করি; এমন অনেক কিছু দূরে সরিয়ে রেখে, মুসলমানরা পরিবার এবং বন্ধুদের সঙ্গে একত্রিত হবে আনন্দময় এ আয়োজনকে উপভোগ করতে। আমি আপনাদের সবাইকে ঈদ মোবারক জানাই।

এদিকে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ তার ঈদ শুভেচ্ছা বার্তায় জানান, যুক্তরাজ্য এবং বিশ্বের অন্যান্য স্থানে ঈদ-উল-ফিতর উদযাপনকারী প্রত্যেক মুসলমানকে ঈদের শুভেচ্ছা জানাতে পেরে আমি আনন্দিত। পবিত্র রমজান মাসে বিশ্বের কোটি কোটি মুসলমান প্রতিবেশির সঙ্গে ইফতার ভাগাভাগি করা বা অভাবীদের মধ্যে যাকাত বিতরণের মতো নানা কাজের মাধ্যমে ইসলামের প্রকৃত আধ্যাত্মিক শক্তির প্রকাশ ঘটান। এসময় আমরা, সিরিয়াতে সহিংসতার অবসান এবং মধ্যপ্রাচ্যের শান্তির আশাবাদ অব্যাহত রাখছি। আমি আপনাদের জন্য  আনন্দময় ও শান্তিময় ঈদ প্রত্যাশা করি। ঈদ মোবারক।

ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের সিনিয়র মন্ত্রী ব্যারোনেস ওয়ার্সী তার ঈদ শুভেচ্ছায় বলেন, ঈদ-উল-ফিতর উদযাপনরত বিশ্বের মুসলমানের প্রতি আমি শুভেচ্ছা জানাতে চাই।

এ রমজানে, ভালো কাজের জন্য মানুষের একত্রিত হওয়া, পরস্পরকে শুভেচ্ছা জানাতে পরিবারগুলোর কাছাকাছি আসা এবং চেনা-অচেনা নানা বিশ্বাসের মানুষের একসঙ্গে ইফতারে যোগ দেয়ার মাধ্যমে ইসলামের প্রকৃত আধ্যাত্মিকতার প্রকাশ ঘটেছে।

এ পবিত্র রমজান মাসে আমরা ভাগ্যহত মানুষের দুর্ভোগ নিয়ে ভাবার সুযোগ পেয়েছি, তাদের বিশ্বাস যাই হোক না কেন। আমি প্রত্যাশা করি, পবিত্র রমজানের অন্তর্নিহিত দর্শনের শিক্ষা, যাতে আছে- ক্ষমার উদারতা, পরদুঃখ কাতরতা ও পরোপকার এবং ভালো কাজে ব্যাপৃত হওয়া, যা গোটা বছর আমাদের হৃদয়ে জাগ্রত থাকবে। ঈদ মোবারক।

ব্রিটেনের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক ছায়ামন্ত্রী রুশানারা আলী এমপি তার ঈদ শুভেচ্ছায় বলেন, রমজান আমাদের নৈতিকতার শিক্ষা দেয়, আমরা পরস্পরে আরো সহানুভূতি ও সহমর্মিতা বোধ করি এ রমজান মাসে। দীর্ঘ সংযম শেষে ঈদ আসে পরস্পর সৌহার্দ্যের প্রতিশ্রুতি নিয়ে। পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন সবাইকে। ঈদ মোবারক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ